ডিবি পরিচয়ে বাসায় ঢুকে টাকা দাবি, গ্রেপ্তার ২

গোয়েন্দা পুলিশ (ডিবি) পরিচয়ে চট্টগ্রামের বায়েজিদ বোস্তামী এলাকায় বাসায় গিয়ে এক নারীর কাছে টাকা দাবি এবং বাগবিতণ্ডার একপর্যায়ে তুলে নিতে গিয়ে পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছে দুই প্রতারক।
স্টার অনলাইন গ্রাফিক্স

গোয়েন্দা পুলিশ (ডিবি) পরিচয়ে চট্টগ্রামের বায়েজিদ বোস্তামী এলাকায় বাসায় গিয়ে এক নারীর কাছে টাকা দাবি এবং বাগবিতণ্ডার একপর্যায়ে তুলে নিতে গিয়ে পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছে দুই প্রতারক।

গ্রেপ্তারকৃতরা হলেন মো. ইমন হোসেন মুন্না (৩৫) ও তার সহযোগী মো. আরাফাত (২২)। রাতভর অভিযানের পর তাদের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ।

বায়েজিদ বোস্তামী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সঞ্জয় কুমার সিনহা ডেইলি স্টারকে বলেন, 'দুই প্রতারক মিথ্যা মাদক মামলায় জড়ানোর ভয় দেখিয়ে ছিনতাই করত। তারা পুলিশ পরিচয় দিয়ে দীর্ঘদিন ধরে শহরের নানা জায়গায় অপকর্ম করে বেড়িয়েছে।'

'মঙ্গলবার রাতে তারা বায়েজিদ এলাকায় নাসিমা বেগম রত্না (৫২) নামে এক মহিলার বাড়িতে গিয়ে তাদের ডিবির লোক বলে পরিচয় দেন। ওই নারীকে মাদক মামলায় ফাঁসানোর ভয় দেখিয়ে ১০ হাজার টাকা দাবি করেন তারা।'

ওসি আরও বলেন, 'প্রতিবেশীরা তাদের পরিচয়পত্র দেখাতে বললে তারা নাসিমাকে একটি সিএনজিচালিত অটোরিকশায় টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করে। প্রতিবেশীরা তাদের আটক করে পুলিশে খবর দেন।'

তিনি জানান, গ্রেপ্তার দুজনের ফোন পরীক্ষা করে দেখেছে পুলিশ। সেখানে পুলিশের পোশাকে তাদের ছবি পাওয়া গেছে। কিন্তু তাদেরকে সঙ্গে নিয়ে বাড়িতে অভিযান চালিয়েও ইউনিফর্ম উদ্ধার করা সম্ভব হয়নি।

এর আগে নগরীর খুলশী থানায় সহকারী পুলিশ সুপার পরিচয় দিয়ে অর্থ আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে এক বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী গ্রেপ্তার হন। তার কাছ থেকে পুলিশের ভুয়া পরিচয়পত্র, টুপি ও র‍্যাংক ব্যাজ পাওয়া যায়।

Comments