শিল্পী নানজিবা নাওয়ারের দ্বিতীয় একক চিত্র ও কারুকলা প্রদর্শনী

চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমীর আর্ট গ্যালারী ভবনে দুইদিন ব্যাপী শিল্পী নানজিবা নাওয়ারের দ্বিতীয় একক চিত্র ও কারুকলা প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।

গত ১৮ অক্টোবর বিকেল সাড়ে ৪টায় প্রদর্শনীর উদ্বোধন করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় চারুকলা ইনস্টিটিউটের সাবেক অধ্যাপক কে. এম. আব্দুল কাইয়ুম।

আয়োজনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শিল্পকলা একাডেমীর জেলা সাংস্কৃতিক কর্মকর্তা মো. মোসলেম উদ্দিন সিকদার, মাসিক চাটগা ডাইজেস্টের সম্পাদক সিরাজুল করিম মানিক ও স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক মহাপরিচালক অধ্যাপক ডা. এম এ ফয়েজ। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অধ্যাপক জয়নাব বেগম।

ডা. আবদুল্লাহ আবু সাঈদ ও ডা. রুমনা রশিদের মেয়ে নানজিবা নাওয়ার চট্টগ্রাম ক্যান্টনমেন্ট পাবলিক কলেজ থেকে এ বছর এইচএসসি পাস করছেন।

তার একক এই প্রদর্শনীতে ছোট-বড় মিলিয়ে মোট ৮০টি চিত্র ও কারুকলা স্থান পায়।

Comments

The Daily Star  | English

World press freedom day: 266 journalists face criminal cases so far

The repression of journalists has taken a new form since August 5, 2024.

6h ago