শিক্ষা উপদেষ্টার পদত্যাগ দাবিতে চট্টগ্রামে আড়াই ঘণ্টা সড়ক অবরোধ

অন্তর্বর্তী সরকারের শিক্ষা উপদেষ্টা ও শিক্ষা সচিবের পদত্যাগের দাবিতে চট্টগ্রামে সড়ক অবরোধ করেছেন শিক্ষার্থীরা।
আজ মঙ্গলবার দুপুর ২টার দিকে থেকে নগরীর ষোলশহর এলাকায় শিক্ষা বোর্ডের সামনে সড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা।
এতে সড়কে দীর্ঘ যানজট তৈরি হয়।
চট্টগ্রাম শিক্ষাবোর্ডের সামনে আন্দোলনরত শিক্ষার্থী রবিউল ইসলাম দ্য ডেইলি স্টারকে বলেন, 'ঢাকায় মাইলস্টোন কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় শিক্ষার্থীরা মানসিকভাবে বিপর্যস্ত। তাদের মানসিক অবস্থার তোয়াক্কা না করে এইচএসসি পরীক্ষা পেছাতে গড়িমসি করা হয়েছে। রাত ৩টায় এইচএসসি পরীক্ষা স্থগিতের বিজ্ঞপ্তি পেয়েছি। এজন্য আমরা শিক্ষা উপদেষ্টার পদত্যাগ দাবি করছি।'
সড়ক অবরুদ্ধ হয়ে যাওয়ায় যানজট নিরসনে শিক্ষার্থীদের সড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করে পুলিশ।
সেনাবাহিনীর সদস্যরা আন্দোলনরত শিক্ষার্থীদের দীর্ঘক্ষণ বোঝানোর পর বিকেল সাড়ে ৫টার দিকে শিক্ষার্থীরা সড়ক থেক সরে যান।
Comments