রঙিন বুদবুদ দিয়ে শিল্পকর্ম

বুদবুদ উড়াতে অথবা সাবানের ফেনা নিয়ে খেলতে অনেকেরই ভালো লাগে৷ জার্মান শিল্পী স্টেফানি ল্যুনিং রঙিন ফেনা দিয়ে অসাধারণ শিল্পকর্ম ও ইনস্টলেশন সৃষ্টি করে চলেছেন৷ সেই কীর্তি স্থায়ী না হলেও দর্শকদের মনে আনন্দের রেশ থেকে যায়৷
স্টেফানি ল্যুনিং ও রঙিন ফেনা দিয়ে তার করা শিল্পকর্ম। ছবি: সংগৃহীত

বুদবুদ উড়াতে অথবা সাবানের ফেনা নিয়ে খেলতে অনেকেরই ভালো লাগে৷ জার্মান শিল্পী স্টেফানি ল্যুনিং রঙিন ফেনা দিয়ে অসাধারণ শিল্পকর্ম ও ইনস্টলেশন সৃষ্টি করে চলেছেন৷ সেই কীর্তি স্থায়ী না হলেও দর্শকদের মনে আনন্দের রেশ থেকে যায়৷

প্যারিসের পঁপিদু সেন্টারের সামনের চত্বরে কোটি কোটি রঙিন বুদবুদের বিশাল স্তর দিয়ে ঢেকে ফেলা হয়েছে৷ স্টেফানি ল্যুনিং 'আইল্যান্ড অফ ফোম' নামের ফেনার এই শিল্পকর্ম গড়ে তুলেছেন৷ ফেনার নমনীয়তা তাকে মুগ্ধ করে বলে তিনি রঙিন ফেনা নিয়ে কাজ করেন৷

২০১১ সালে বাথটাবে গোসলের সময় ফেনা দিয়ে শিল্পসৃষ্টির আইডিয়া স্টেফানির মাথায় আসে৷

ফেনার প্রায় ৯৫ শতাংশই পানি৷ সেইসঙ্গে ৪ শতাংশ খাদ্যের রং এবং ১ শতাংশ বায়োডিগ্রেডেবল ডিটারজেন্টও থাকে৷

স্টেফানি বলেন, 'ফেনার মধ্যে এই জীবন্ত সত্তা আমাকে মুগ্ধ করে৷ তাছাড়া ফেনার মধ্যে সহজেই রূপান্তর ঘটানো যায়৷ সেটির কোনো নির্দিষ্ট সীমানা নেই, রংও যোগ করা যায়৷'

স্টেফানি ল্যুনিংয়ের ফেনা সংক্রান্ত সৃজনশীলতার কোনো নির্দিষ্ট সীমা নেই৷ ভবন, খালি কারখানা থেকে শুরু করে শহরের খোলা চত্বর –সব জায়গায় তার ত্রিমাত্রিক শিল্পকর্ম শোভা পায়৷

স্টেফানি বলেন, 'রঙিন ফেনা নিয়ে কাজ করার সুযোগ আবিষ্কার করতে পেরে আমি খুব খুশি৷ অবশ্যই সময়েরও একটা বড় ভূমিকা রয়েছে। কারণ আমার শিল্পকীর্তি তো কোনো চূড়ান্ত রূপ পায় না৷ সৃষ্টি, পরিবর্তন ও উধাও হয়ে যাওয়ার সময় পর্যবেক্ষণ করলে তবেই সেটির অস্তিত্ব টের পাওয়া যায়৷ সেটির কাজ কখনোই শেষ হয় না৷'

স্টেফানি ল্যুনিং তার ফেনাশিল্পের কৌশলেও উদ্ভাবন ঘটিয়ে চলেছেন৷

সেটি দেখাতে দেখাতে তিনি বলেন, 'এখানে নীল, লাল আর হলুদ রং রয়েছে৷ আর আছে তরল পদার্থ। সেটি বেরিয়ে এসে মিক্সারে জমা হয়, যেটি আসলে বাগানের কাজের জন্য তৈরি৷ আমি পাইপের মাধ্যমে ৩টি রংয়ের স্রোতের মুখ খুলতে বা বন্ধ করতে পারি৷ নীল ও হলুদ মেশালে সবুজ রং সৃষ্টি হয়৷ তারপর সেই সবুজ রং এখান দিয়ে চলে যায়৷ তারপর ২টি পাম্পের মধ্যে বিভক্ত হয়ে ২টি পাইপের মাধ্যমে ওপরে ফেনা তৈরির মেশিনে চলে যায়৷'

প্যারিসের শিল্প উৎসব 'নুই ব্লঁশ' এর আওতায় স্টেফানির ফেনা ইনস্টলেশন দেখানো হচ্ছে৷ প্রশ্ন হলো, এটাকে কি শিল্প বলা চলে? নাকি শুধু রঙিন একটি প্রদর্শনী এটি?

এক দর্শক বলেন, 'এটা খুব সুন্দর এবং শিল্প কখনো কখনো শুধু সুন্দরও হতে পারে৷ ফলে এটাও শিল্প হতে পারে৷ বিনামূল্যে সবার জন্য শিল্প৷'

আরেকজন বলেন, 'আমার কাছে এটা অবশ্যই শিল্প। কারণ এটা দেখলে অনুভূতি তৈরি হয়। ফেনার ওপর ঝাঁপিয়ে পড়ার ইচ্ছা হয়৷ বেশ মজার৷ দেখলে অবশ্যই প্রতিক্রিয়া সৃষ্টি হয়৷'

তবে সবাই এ বিষয়ে একমত নন৷ এক দর্শক বলেন, 'একদিক থেকে ভাবলে এটা শিল্প। দেখতে সুন্দর, অনেক মানুষকে আকর্ষণ করে৷ অন্যদিকে অবশ্যই এটা অপচয়৷ এর কী প্রয়োজন থাকতে পারে!'

তবে স্টেফানি ল্যুনিং প্যারিসে নিজের কাজ উপভোগ করেছেন।

তিনি বলেন, 'আমি সন্তুষ্ট যে প্রযুক্তি ঠিকমতো কাজ করেছে এবং সবকিছু ঠিক চলেছে৷ বাতাসও কিছুটা শান্ত হয়েছে৷'

Comments