পয়েন্ট হারালেও ফিফা র‍্যাঙ্কিংয়ের শীর্ষেই আর্জেন্টিনা

ছবি: এএফপি

সবশেষ ফিফা উইন্ডোতে দুটি ম্যাচ খেলেছে আর্জেন্টিনা। চিলিকে উড়িয়ে দিলেও কলম্বিয়ার কাছে হেরে গেছে তারা। ফলে ১২.৪৬ পয়েন্ট হারিয়েছে লিওনেল স্কালোনির দল। তারপরও র‍্যাঙ্কিংয়ের শীর্ষস্থান ধরে রেখেছে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নরা।

বৃহস্পতিবার সদস্য দেশগুলোর হালানাগাদকৃত সবশেষ র‍্যাঙ্কিং প্রকাশ করেছে ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা। সেখানে তিনবারের বিশ্বকাপজয়ী আর্জেন্টিনা ১৮৮৯.০২ পয়েন্ট নিয়ে রয়েছে এক নম্বরে। গত জুলাই মাসে প্রকাশিত আগের র‍্যাঙ্কিংয়ে তাদের পয়েন্ট ছিল ১৯০১.৪৮।

গত ২ থেকে ১০ সেপ্টেম্বরের উইন্ডোতে আর্জেন্টিনা অংশ নিয়েছিল দক্ষিণ আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বে। নিজেদের মাঠে চিলির বিপক্ষে ৩-০ গোলে জেতে তারা। এরপর কলম্বিয়ার মাঠে হেরে যায় ২-১ গোলে। তবে আট রাউন্ড শেষে পয়েন্ট তালিকার শীর্ষেই অবস্থান তাদের।

র‍্যাঙ্কিংয়ের প্রথম ১৫টি স্থানে কোনো পরিবর্তন আসেনি। দুইয়ে রয়েছে দুইবারের বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্স। ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের শিরোপাধারী স্পেন আছে তিনে। চারে অবস্থান ১৯৬৬ সালের বিশ্বকাপে শিরোপা জেতা ইংল্যান্ডের। পাঁচে রয়েছে রেকর্ড পাঁচবারের বিশ্বকাপজয়ী ব্রাজিল।

সেরা দশের বাকি স্থানগুলোতে আছে যথাক্রমে বেলজিয়াম, বিশ্বকাপে তিনবারের রানার্সআপ নেদারল্যান্ডস, পর্তুগাল, কলম্বিয়া ও চারের বিশ্ব চ্যাম্পিয়ন ইতালি। ১১ থেকে ১৫ নম্বরে একে একে অবস্থান করছে দুইবারের বিশ্বকাপজয়ী উরুগুয়ে, ক্রোয়েশিয়া, চারবারের বিশ্বকাপজয়ী জার্মানি, মরক্কো ও সুইজারল্যান্ড।

এবারের র‍্যাঙ্কিংয়ে সবচেয়ে বেশি উন্নতি হয়েছে ব্রুনাই ও সামোয়ার। দুই দলই সাত ধাপ করে এগিয়েছে। ব্রুনাই ১৮৩ ও সামোয়া ১৮৫ নম্বরে উঠে এসেছে। সবচেয়ে বেশি অবনমন হয়েছে সবশেষ বিশ্বকাপের আয়োজক কাতারের। তারা নেমে গেছে ৪৪ নম্বরে।

র‍্যাঙ্কিংয়ে কোনো সুখবর নেই বাংলাদেশের জন্য। দুই ধাপ পিছিয়ে তারা এখন রয়েছে ১৮৬ নম্বরে। সবশেষ ফিফা উইন্ডোতে ভুটান সফরে প্রথম প্রীতি ম্যাচে ১-০ গোলে জিতলেও দ্বিতীয়টিতে একই ব্যবধানে হেরে যায় হাভিয়ের কাবরেরার শিষ্যরা।

Comments

The Daily Star  | English

Secretariat staff observe one-hour work abstention

The protest, held from 10am to 11am, was organised by the Bangladesh Secretariat Officers and Employees Unity Forum

12m ago