আজ প্রিয়জনকে গোলাপ উপহার দিন
যদি প্রশ্ন করা হয়, প্রিয় ফুল কী? হয়তো অধিকাংশ মানুষের উত্তর হবে, গোলাপ। কারণ, প্রিয়জনকে শুভেচ্ছা জানাতে কিংবা ভালোবাসা প্রকাশের অন্যতম মাধ্যম এই গোলাপ। প্রাচীনকাল থেকেই তাই গোলাপ মানুষের প্রিয় একটি ফুল।
আজ চাইলে বিশেষ কাউকে গোলাপ উপহার দিতে পারেন। কিন্তু, আজ কেন গোলাপ দিতে বলছি। কারণ আজ ৭ ফেব্রুয়ারি গোলাপ দিবস। আবার প্রিয় মানুষটি অভিমান করে আছে, কোনোভাবেই তার সেই অভিমান ভাঙাতে পারছেন না? তাহলেও তার হাতে একটি গোলাপ তুলে দিতে পারেন। দেখবেন সব নিমিষে সব অভিমান পালিয়ে গেছে।
প্রচলিত আছে, ভিক্টোরিয়ানরা তাদের মনের কথা প্রিয়জনকে জানাতে গোলাপ বিনিময় শুরু করেছিলেন। তবে, যেভাবেই শুরু হোক না কেন- গোলাপ দিবসে প্রিয়জনকে লাল, গোলাপি, হলুদ, কমলা, সাদা, ল্যাভেন্ডার কিংবা নীল গোলাপ দিতে পারেন। মনে রাখবেন প্রতিটি গোলাপ ভিন্ন আবেগের প্রতীক।
গোলাপ দিবস কীভাবে উদযাপন শুরু হয়েছিল তা নিয়ে খুব কম তথ্য জানা যায়। তবে, আমরা জানি কেন দিনটি উদযাপন করা হয়। কারণ, গোলাপ দিবস দিয়ে ভ্যালেন্টাইন'স সপ্তাহ শুরু হয়।
গোলাপ চাষের ইতিহাসও বেশ প্রাচীন। প্রায় ৫ হাজার আগে প্রথম প্রাচ্যে গোলাপের চাষ করা হয়। বৃহৎ আকারে গোলাপ চাষ শুরু হয় চীনে। সেখান থেকে দ্রুত রোম ও গ্রিসে ছড়িয়ে পড়ে।
শুরুতে গোলাপকে বিলাসবহুল ফুল হিসেবে ভাবা হতো এবং ধনীরা ব্যবহার করতেন। তবে, ধীরে ধীরে সব মানুষের পছন্দের ফুল হয়ে ওঠে। গোলাপ আশা, শান্তি এবং ভালবাসার প্রতীক হিসেব পরিচিত। গোলাপ সত্যিই ভালোবাসার প্রতীক। তাই আপনি বিশ্বের যে প্রান্তেই থাকুন না কেন, আপনার প্রিয়জনকে গোলাপ উপহার দিয়ে ভালোবাসার বার্তা পৌঁছে দিন।
Comments