আজ সততা দিবস

সততা দিবস
প্রতীকী ছবি

প্রবাদে আছে 'সততাই সর্বোৎকৃষ্ট পন্থা'। আবার কেউ একজন বলেছিলেন, 'কোনো উত্তরাধিকার সততার মতো সমৃদ্ধ নয়'। আসলেই তাই পৃথিবীর কোনো কিছুই সততার মতো সমৃদ্ধ হতে পারে না।

আমরা জানি সততা একটি মহৎ গুণ। তাই সৎ মানুষের কদর সবখানে। কিন্তু, অবাক লাগলেও বর্তমান সমাজে মানুষের সংখ্যা সম্ভবত সবচেয়ে কম। সততা নিয়ে এত কথা বলার একটাই কারণ, আজ সততা দিবস। প্রতি বছরের ৩০ এপ্রিল দিবসটি পালন করা হয়। সততা দিবস উদযাপনের অন্যতম কারণ হলো মানুষকে সৎ হতে উদ্বুব্ধ করা।

ন্যাশনাল ডেইলিসের তথ্য অনুযায়ী, মেরিল্যান্ডের সাবেক প্রেস সেক্রেটারি এম হির্শ গোল্ডবার্গ ১৯৯০-এর দশকে এই দিনটির প্রচলন করেন। তার 'দ্য বুক অব লাইস: ফাইবস, টেলস, স্কিমস, স্ক্যামস, ফেকস অ্যান্ড ফ্রডস দ্যাট হ্যাভ চেঞ্জ দ্য কোর্স অব হিস্টোরি অ্যান্ড অ্যাফেক্ট আওয়ার ডেইলি লাইভস' লেখার অংশ হিসেবে সততা দিবসের ধারণাটি মাথায় এসেছিল।

আজ সততা দিবস হলেও সততা কিন্তু একটি দিনে আবদ্ধ থাকার জন্য নয়। বরং সারাজীবন সৎ থাকতে এই দিনে আমরা অঙ্গীকারাবদ্ধ হতে পারি। সেই প্রতিজ্ঞা হবে নিজের সঙ্গে। কারণ, সৎ হতে হলে অবশ্যই সবার আগে নিজের কাছে সৎ হতে হবে। আর কোনো ব্যক্তি যদি একবার সততার সত্যিকারের অনুভূতি খুঁজে পান তাহলে সততাকে মনেপ্রাণে ধারণ করতে পারেন।

শেষ কথা, ৩০ এপ্রিল সততা দিবস। আর যেভাবেই দিবসটির প্রচলন হোক না কেন, আজ থেকে না হয় সততার পথে নতুন করে পথচলা শুরু হোক।

Comments

The Daily Star  | English

Air raid sirens in northern Israel due to Iranian missiles: military

Israel says conducted 'extensive strikes' in Iran's west, while explosions near Tel Aviv, sirens blare across Israel; smoke rises after explosion in Iran’s Tabriz

3h ago