কার্ট কোবেইনের ভেঙে ফেলা গিটার ৬ লাখ ডলারে বিক্রি

কার্ট কোবেইন ও তার কালো স্ট্র্যাটোকাস্টার। ছবি: সংগৃহীত

কিংবদন্তি রকস্টার কার্ট কোবেইনের ভেঙে ফেলা একটি গিটার প্রায় ৬ লাখ মার্কিন ডলার বা প্রায় ৬ কোটি ৪২ লাখের বেশি টাকায় নিলামে বিক্রি হয়েছে। 

বিবিসি জানায়, নিউইয়র্কের হার্ড রক ক্যাফেতে শনিবারের নিলামে কোবেইনের ব্ল্যাক ফেন্ডার স্ট্র্যাটোকাস্টার গিটারটি আসল দামের ১০ গুণ বেশি দামে বিক্রি হলো।

নব্বইয়ের দশকের গোড়ার দিকে একটি কনসার্টে গিটারটি ভেঙে ফেলেন কোবেইন। গিটারটি আবার সারানো হলেও সেটি আর বাজানোর অবস্থায় নেই।

১৯৯৪ সালে মাত্র ২৭ বছর বয়সে নির্ভানা ব্যান্ডের ফ্রন্টম্যান ও গীতিকার কার্ট কোবেইনের মৃত্যু হয়। 

জানা গেছে, কোবেইন ১৯৯২ সালে উত্তর আমেরিকায় নির্ভানার 'নেভারমাইন্ড' অ্যালবাম নিয়ে সফরের সময় মার্ক লেনেগানকে ভাঙা গিটারটি উপহার দিয়েছিলেন।

গিটারটিতে নির্ভানার ৩ সদস্য একটি সিলভার রঙের মার্কার দিয়ে সই করেছেন। কোবেইন তার বন্ধু মার্ক লেনেগানের উদ্দেশ্যে স্নেহময় বার্তাও লিখেছেন এই গিটারে। গত বছর মার্ক লেনেগান মারা যান।

গিটারে কোবেইন ভুল বানানে (Kurdt Kobain) নিজের নাম লিখেছেন। তিনি প্রায়ই এটি করতেন। 

গিটারটি কে কিনেছেন তা জানা যায়নি। তবে এর পূর্ববর্তী মালিক ছিল টনি পামার।

এর আগে, ২০২০ সালে ক্যালিফোর্নিয়ায় এক নিলামে কার্ট কোবেইনের একটি গিটার ৬ মিলিয়ন মার্কিন ডলার বা প্রায় ৫০ কোটি সাড়ে ৯৪ লাখ টাকায় বিক্রি হয়েছিল। ১৯৯৩ সালে 'এমটিভি আনপ্লাগড' অনুষ্ঠানে ওই গিটার বাজিয়েই গান গেয়েছিলেন তিনি।

Comments

The Daily Star  | English

Project stalled amid bureaucratic hurdles

The construction of Jagannath University’s long-awaited second campus in Keraniganj has stalled due to bureaucratic delays.

1h ago