আমার সুর শাফিনের কণ্ঠে বেশি সুরেলা হয়ে উঠেছিল: মানাম আহমেদ

রক কিংবদন্তি শাফিন আহমেদের আজ প্রথম মৃত্যুবার্ষিকী। গত বছর ২৪ জুলাই এই দিনে আমাদের ছেড়ে চিরতরে চলে গেছেন তিনি। রেখে গেছেন তার জাদুকরী কণ্ঠের গান।
তিনি গেয়েছেন অসাধারণ সব গান, যা বাংলা সংগীতে চিরকাল অমর হয়ে থাকবে।
সংগীতশিল্পী শাফিন আহমেদ ভক্তদের কাছে ব্যান্ড সংগীতের অনুকরণীয় এক শিল্পী। একাধারে তিনি সুরকার, সংগীত পরিচালক, বেজ গিটারিস্ট, সংগীতশিল্পী ও শ্রোতাপ্রিয় ব্যান্ড 'মাইলস'-এর অন্যতম সদস্য।

মাইলস ব্যান্ডের মানাম আহমেদ দ্য ডেইলি স্টারকে বলেন, 'আমার সুর করা গানগুলো শাফিনের কণ্ঠে সবচেয়ে বেশি সুরেলা হয়ে উঠেছিল। নিজেকে পরিচিত করেছিল আমার সুর করা গানগুলো গেয়ে। তার মধ্যে আমার সুর করা 'ধিকিধিকি', 'চাঁদতারা সূর্য,' 'জ্বালা জ্বালা' গানগুলো দিয়েই বেশি শ্রোতাপ্রিয়তা পেয়েছিল।'
তিনি আরও বলেন, 'আমি মাইলস ব্যান্ডে জয়েন করি ব্যান্ড গঠনের ৩ বছর পর ১৯৮২ সালের দিকে। তারপর দীর্ঘদিন এই ব্যান্ডের সঙ্গে আছি। আমাদের হাজারো স্মৃতি জমা আছে। কোনটা ছেড়ে কোনটার কথা বলব। মাইলস ব্যান্ড ছাড়াও শাফিন আহমেদের একক গান করেছি। তার জনপ্রিয় গানগুলো ছাড়াও তার অনেক গান আছে, যেসব গানের কথা অনেকেই জানেন না। 'পিয়াসী মন', 'এসো না', 'প্রিয়তমা মেঘ' নামে গান আছে তার কণ্ঠে।'
১৯৭৯ সালে মাইলস ব্যান্ডের সূচনা হয় ফরিদ রশীদের হাত ধরে। তার কিছুদিন পর শাফিন, হামিন দুই ভাই ব্যান্ডে যোগ দেন। তার দুই বছর পর মানাম আহমেদ ব্যান্ডে যোগ দেন। এরপর মাইলসে যোগ দিয়েছেন সৈয়দ জিয়াউর রহমান তূর্য ও ইকবাল আসিফ জুয়েল।
মাইলসের ৮৪টি গানের মধ্যে ৪৬টি গানে কণ্ঠ দিয়েছেন শাফিন আহমেদ। এর মধ্যে ১৩টির সুর করেছেন ব্যান্ডটির কিবোর্ডিস্ট মানাম আহমেদ। বাকি গানগুলোর সুর করেছেন শাফিন আহমেদ।
১৯৬১ সালের ১৪ ফেব্রুয়ারি জন্ম শাফিন আহমেদের। তার মা কিংবদন্তি কণ্ঠশিল্পী ফিরোজা বেগম এবং বাবা সংগীতজ্ঞ কমল দাশগুপ্ত। যুক্তরাজ্যে পড়াশুনার সুবাদে পাশ্চাত্য সংগীতের সংস্পর্শে আসেন। দেশে ফিরে এসে মাইলস ব্যান্ডে যোগ দেন তিনি।
শাফিন আহমেদের কণ্ঠে শ্রোতাপ্রিয় গানের তালিকায় একক অ্যালবাম ও মাইলসের গানের তালিকায় রয়েছে: 'চাঁদ তারা সূর্য', 'প্রথম প্রেমের মতো', 'গুঞ্জন শুনি', 'সে কোন দরদিয়া', 'ফিরিয়ে দাও', 'ধিকি ধিকি', 'পাহাড়ি মেয়ে', 'কী যাদু', 'কতকাল খুঁজব তোমায়', 'হৃদয়হীনা', 'স্বপ্নভঙ্গ', 'জ্বালা জ্বালা', 'শেষ ঠিকানা', 'পিয়াসী মন', 'বলব না তোমাকে', 'জাতীয় সঙ্গীতের দ্বিতীয় লাইন', 'আজ জন্মদিন তোমার', 'প্রিয়তমা মেঘ' গানগুলো।
২০১৯ সালে মাইলসের ৪০ বছর পূর্তি উপলক্ষে এক প্রেসমিট শেষে শাফিন আহমেদের সঙ্গে কথোপকথনে তার মা কিংবদন্তি শিল্পী ফিরোজা বেগম সম্পর্কে জানতে চাওয়া হলে শাফিন বলেন, 'আমার মায়ের কাছ থেকে গান শেখার সৌভাগ্য হয়েছে। ছোটবেলায় নজরুল সংগীত শিখেছি। বাবার সুরের কিছু পুরোনো দিনের গান শিখেছি। মাকে দেখেছি তিনি তার শোর আগে কীভাবে প্রস্তুতি নিতেন। কীভাবে গানের গলা ঠিক রাখার চর্চা করতেন। ছোটবেলা থেকে কখনো গানের বিষয়ে আমাকে বাধা দেননি। বড় হলে যখন গান করতাম তখন আমার কিছু গান মায়েরও পছন্দ ছিল। আমি ফিরোজা বেগমের সন্তান হয়ে গর্ববোধ করি।'
Comments