ইসরায়েলের ২০ কারাগারে বন্দি ৮ হাজারেরও বেশি ফিলিস্তিনি

ইসরায়েলের মেগিদ্দো কারাগারে বন্দি ফিলিস্তিনি নাগরিক। ফাইল ছবি: এএফপি
ইসরায়েলের মেগিদ্দো কারাগারে বন্দি ফিলিস্তিনি নাগরিক। ফাইল ছবি: এএফপি

ইসরায়েলের কারাগারগুলোতে অসংখ্য ফিলিস্তিনি নাগরিক বিনা বিচারে ও সুনির্দিষ্ট অভিযোগ ছাড়া আটক আছেন। তাদের অনেকেই বছরের পর বছর কারাবরণ করছেন। 

আজ কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরা এ বিষয়টি জানিয়েছে। 

ইসরায়েলের মোট ২০টি কারাগারে আটক ফিলিস্তিনি নাগরিকের সংখ্যা আট হাজারেরও বেশি। একটি কারাগার অধিকৃত পশ্চিম তীরে অবস্থিত।

৭ অক্টোবর গাজায় হামাস হামলা চালিয়ে প্রায় ২৪০ জন ইসরায়েলি ও বিদেশী নাগরিককে জিম্মি করে। আজ বুধবার হামাসের হাতে জিম্মিদের মধ্যে ৫০ জনের বিনিময়ে সেখানে চার দিনের যুদ্ধবিরতিতে রাজি হয়েছে ইসরায়েল ও হামাস। এ ছাড়া, হামাস এক বিবৃতিতে জানিয়েছে, যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবে ইসরায়েলের কারাগারে বন্দি ১৫০ ফিলিস্তিনিকে মুক্তি দেওয়া হবে।

ইসরায়েলি সেনাবাহিনীর সদস্যরা এক ফিলিস্তিনি নাগরিককে আটক করছেন। ফাইল ছবি: এএফপি
ইসরায়েলি সেনাবাহিনীর সদস্যরা এক ফিলিস্তিনি নাগরিককে আটক করছেন। ফাইল ছবি: এএফপি

আটক ফিলিস্তিনিদের বেশিরভাগই কোনো সুনির্দিষ্ট অভিযোগ ছাড়া কারাগারে আছেন। অনেকের বিচারিক প্রক্রিয়াই শুরু হয়নি।

৭ অক্টোবরের আগে ইসরায়েলি কারাগারগুলোতে প্রায় পাঁচ হাজার ২০০ ফিলিস্তিনি আটক ছিলেন।

এরপর থেকে প্রায় প্রতিদিন সামরিক অভিযান চালিয়ে অধিকৃত পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেম থেকে তিন হাজারেরও বেশি ফিলিস্তিনিকে গ্রেপ্তার করেছে ইসরায়েল।

মানবাধিকার সংস্থা ও পর্যবেক্ষকদের দেওয়া তথ্য অনুযায়ী, এদের মধ্যে অন্তত ১৪৫টি শিশু, ৯৫ জন নারী ও ৩৭ জন সাংবাদিক আছেন।

১৭ বছর বয়সী ফিলিস্তিনি শিশু হেবা ইসরায়েলের একটি কারাগারে আটকে থাকা অবস্থায় এই ছবিটি আঁকে। ছবি: সেভ দ্য চিলড্রেন এর ওয়েবসাইট থেকে সংগৃহীত
১৭ বছর বয়সী ফিলিস্তিনি শিশু হেবা ইসরায়েলের একটি কারাগারে আটকে থাকা অবস্থায় এই ছবিটি আঁকে। ছবি: সেভ দ্য চিলড্রেন এর ওয়েবসাইট থেকে সংগৃহীত

গত ২১ অক্টোবর ফিলিস্তিনি কর্মকর্তারা জানিয়েছিলেন, ইসরায়েলি কারাগারে ফিলিস্তিনি বন্দির সংখ্যা বেড়ে ১০ হাজার হয়েছে। সে সময় ইসরায়েলে কর্মরত চার হাজার ফিলিস্তিনি কর্মীকে গ্রেপ্তার করে ইসরায়েল। পরবর্তীতে নভেম্বরের প্রথম সপ্তাহে তিন হাজার ২০০ ব্যক্তিকে মুক্তি দেওয়া হয়।

এ বছরের জুলাইতে জাতিসংঘ জানায়, ১৯৬৭ সালে ইসরায়েল পূর্ব জেরুজালেম, গাজা উপত্যকা ও পশ্চিম তীর অধিগ্রহণের পর থেকে এখন পর্যন্ত কম পক্ষে ১০ লাখ ফিলিস্তিনিকে গ্রেপ্তার করেছে।

প্রতি পাঁচ জন ফিলিস্তিনির মধ্যে একজন তার জীবদ্দশায় অন্তত একবার গ্রেপ্তার হয়েছেন। ফিলিস্তিনিদের নিয়ন্ত্রণে রাখার জন্য ইসরায়েল এক হাজার ৬০০টি সামরিক নির্দেশ জারি করেছে। ফিলিস্তিনি পুরুষের ক্ষেত্রে হিসাব করলে প্রতি পাঁচ জনে দুই জন অন্তত একবার গ্রেপ্তার হয়েছেন।

ইসরায়েলি বাহিনী এক শিশুকে গ্রেপ্তার করে কারাগারে নিয়ে যাচ্ছে। ফাইল ছবি: এএফপি
ইসরায়েলি বাহিনী এক শিশুকে গ্রেপ্তার করে কারাগারে নিয়ে যাচ্ছে। ফাইল ছবি: এএফপি

যুক্তরাষ্ট্রের প্রতি ২০০ জনে এক জন অন্তত একবার কারাবরণ করেন।

ইসরায়েলে ১৯টি কারাগার ও অধিকৃত পশ্চিম তীরের একটি কারাগারে ফিলিস্তিনি বন্দিদের রাখা হয়।

ইসরায়েলের কারাগারে বন্দি থাকা ফিলিস্তিনিদের প্রকৃত সংখ্যা না জানা গেলেও বিশ্লেষকদের ধারণা, সংখ্যাটি অন্তত আট হাজার হবে।

 

Comments

The Daily Star  | English

Stay alert against conspiracies: Fakhrul

BNP Secretary General Mirza Fakhrul Islam Alamgir today urged all to stay alert, warning that conspiracies are underway to once again plunge Bangladesh into new dangers

37m ago