গাজায় যুদ্ধবিরতি শেষ হচ্ছে আজ, মেয়াদ বাড়াতে চায় হামাস

মুক্তি পাওয়া ফিলিস্তিনি
ইসরায়েলের কারাগার থেকে মুক্তি পাওয়া ফিলিস্তিনি কিশোরদের নিয়ে উল্লাস। ছবি: রয়টার্স

ইসরায়েলের নির্বিচার বোমা হামলায় বিধ্বস্ত গাজা উপত্যকায় চলমান চারদিনের যুদ্ধবিরতির মেয়াদ বাড়াতে চায় হামাস।

আজ সোমবার মার্কিন সংবাদমাধ্যম সিএনএন'র প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, চলমান চার দিনের যুদ্ধবিরতির তৃতীয় দিনে গতকাল গাজার স্থানীয় সময় সন্ধ্যায় হামাস জানায়, তারা যুদ্ধবিরতি শেষ হওয়ার পর এর মেয়াদ বাড়ানো হোক।

গত শনিবার কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল-আনসারি সিএনএন'কে বলেন, 'যুদ্ধবিরতি চুক্তিতেই এর মেয়াদ বাড়ানোর সুযোগ দেওয়ার কথা বলা আছে। তাই বাকিদের মুক্তির বিষয়টি নিয়ে আলোচনা করা যেতে পারে।'

গতকাল মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর পক্ষে মত দিয়েছেন বলেও সংবাদমাধ্যমটির প্রতিবেদনে উল্লেখ করা হয়।

সিএনএন'র অপর প্রতিবেদনে বলা হয়, গতকাল সন্ধ্যায় ইসরায়েলের যুদ্ধকালীন মন্ত্রিসভা গাজায় যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর বিষয়ে বৈঠক করেছে।

সূত্রের বরাত দিয়ে সংবাদমাধ্যমটি জানায়, যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর বিষয়ে চুক্তিতে যে শর্ত আছে তা অপরিবর্তিত থাকবে। অর্থাৎ, বাড়তি মেয়াদে প্রতিদিন হামাসকে ১০ জিম্মি মুক্তি দিতে হবে।

চুক্তি অনুসারে, চার দিনের যুদ্ধবিরতিতে হামাস ৫০ জিম্মি ও ইসরায়েল ১৫০ ফিলিস্তিনিকে মুক্তি দেবে।

আজ বিবিসি জানিয়েছে, এখন পর্যন্ত ৫৪ জিম্মি ও ১১৭ ফিলিস্তিনিকে মুক্তি দেওয়া হয়েছে।

Comments

The Daily Star  | English

Healthcare reform begins, service yet to improve

The health administration initiated a series of reforms to improve medical care but struggled to implement them, say health experts

9h ago