গাজায় ইসরায়েলের সাবেক সেনাপ্রধানের ছেলে নিহত

ইসরায়েলের সাবেক সেনাপ্রধান এবং দেশটির বর্তমান যুদ্ধকালীন মন্ত্রীসভার সদস্য গাদি আইসেনকোটের ছেলে গাজায় নিহত হয়েছেন।

ইসরায়েলি সেনাবাহিনীর বরাত দিয়ে বৃহস্পতিবার রাতে এ তথ্য জানিয়েছে বিবিসি।

ইসরায়েলের সেনাবাহিনী এক বিবৃতিতে জানায়, আজ উত্তর গাজায় ২৫ বছর বয়সী মেজর গাল আইসেনকোট নিহত হয়েছেন।

ইসরায়েলি সংবাদমাধ্যম বলছে, একটি টানেল শ্যাফট বিস্ফোরণে মেজর গাল আইসেনকোট গুরুতর আহত হন এবং পরে হাসপাতালে মারা যান।

দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, এ ঘটনায় তার ও তার স্ত্রীর 'হৃদয় ভেঙে গেছে'। গাল আইসেনকোট ছিল 'সত্যিকারের বীর'।

এক বিবৃতিতে তিনি বলেন, 'আমাদের বীরেরা এমনি এমনি মরছে না। আমরা বিজয় না হওয়া পর্যন্ত লড়াই চালিয়ে যাব।'

মেজর গাল আইসেনকোটের বাবা গাদি আইসেনকোট ২০১৫-২০১৯ সাল মেয়াদে ইসরায়েলের সেনাপ্রধান ছিলেন।

তিনি ইসরায়েলের ন্যাশনাল ইউনিটি পার্টির একজন আইনপ্রণেতা, যাকে গত ৭ অক্টোবর হামাসের হামলার পর ইসরায়েলের গঠন করা যুদ্ধকালীন জরুরি মন্ত্রীসভার সদস্য করা হয়।
 

Comments

The Daily Star  | English

Please don't resign: An appeal to Prof Yunus

A captain cannot abandon ship, especially when the sea is turbulent

3h ago