গাজায় ২৪ ঘণ্টায় ইসরায়েলের ২৪ সেনা নিহত

গাজায় সামরিক অভিয়ানে অংশ নিচ্ছেন ইসরায়েলি সেনা। ছবি: এএফপি
গাজায় সামরিক অভিয়ানে অংশ নিচ্ছেন ইসরায়েলি সেনা। ছবি: এএফপি

ইসরায়েলের সামরিক বাহিনী জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় গাজায় সামরিক অভিযানে অংশ নেওয়ার সময় ২৪ ইসরায়েলি সেনা নিহত হয়েছেন।

আজ মঙ্গলবার এই তথ্য জানিয়েছে রয়টার্স।

অক্টোবরে গাজায় আগ্রাসন শুরুর পর এক দিনে এটাই ইসরায়েলের সর্বোচ্চ সেনা নিহতের ঘটনা।

ইসরায়েলি সামরিক বাহিনীর মুখপাত্র রিয়ার অ্যাডমিরাল ড্যানিয়েল হাগারি সাংবাদিকদের জানান, ২১ সেনা এক বিস্ফোরণের ঘটনায় নিহত হয়েছেন। পৃথক ঘটনায় একই দিন দক্ষিণ গাজায় তিন ইসরায়েলি সেনা নিহত হয়েছেন, যার ফলে মোট নিহত সেনার সংখ্যা দাঁড়িয়েছে ২৪।

হাগারি জানান, ফিলিস্তিনি সশস্ত্র সংগঠন হামাসের যোদ্ধারা একটি ইসরায়েলি ট্যাংকের উদ্দেশে গ্রেনেডযুক্ত রকেট হামলা চালায়। সে সময় কাছের দুই ভবনে বিস্ফোরণের ঘটনা ঘটে এবং ভবনের ভেতরে ও বাইরে অবস্থানরত সেনাদের ওপর ধসে পড়ে।

এএফপি জানিয়েছে, এই ভবনগুলোকে 'হামাসের আস্তানা' হিসেবে চিহ্নিত করে সেগুলোকে ধ্বংস করার জন্য বিস্ফোরক পেতে রেখেছিল ইসরায়েলি বাহিনী। ট্যাংকটি এই সেনাদের সুরক্ষা দেওয়ার জন্য সেখানে মোতায়েন করা হয়। 

স্থল অভিযানে ইসরায়েলি সেনা। ছবি: রয়টার্স
স্থল অভিযানে ইসরায়েলি সেনা। ছবি: রয়টার্স

'কেন বিস্ফোরণ ঘটল তা আমরা যাচাই-বাছাই করে দেখছি এবং এ বিষয়টি নিয়ে তদন্ত করা হবে', যোগ করেন হাগারি। 

এমন সময় এই হামলা এসেছে, যখন ইসরায়েলি বাহিনী দক্ষিণ গাজার খান ইউনিসে জাহাজ, বিমান ও স্থলবাহিনী সমন্বিত আকারে হামলা চালাচ্ছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র আশরাফ আল কিদরা রয়টার্সকে জানান, ইসরায়েলি বাহিনী একটি হাসপাতালে ঢুকে চিকিৎসাকর্মীদের গ্রেপ্তার করেছে।

হাসপাতালের বর্তমান পরিস্থিতি নিয়ে ইসরায়েল কোনো মন্তব্য করেনি।

কিদরা জানান, রোববার খান ইউনিসে অন্তত ৫০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। হাসপাতালে স্বাস্থ্য সেবা বন্ধ হয়ে গেছে। যার ফলে বেশ কয়েকজন গুরুতর অসুস্থ ও আশংকাজনক অবস্থায় থাকা রোগীও নিশ্চিত মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছেন।

গত সপ্তাহে খান ইউনিসে অভিযান শুরু হয়। ইসরায়েলের দাবি, এখানেই হামাসের সদর দপ্তরের অবস্থান।

সোমবার গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ৭ অক্টোবর গাজায় ইসরায়েলের সর্বাত্মক হামলা শুরুর পর নিহত হয়েছেন অন্তত ২৫ হাজার ২৯৫ জন ফিলিস্তিনি।

Comments

The Daily Star  | English

3 killed in Iranian missile strike on southern Israel, says MDA

Trump brokered ceasefire agreement in contact with Israel, Iran: White House official

2d ago