গাজায় নিহত ২৬ হাজার ছাড়াল, হুতি ও যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্যের পাল্টাপাল্টি হামলা
ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের নির্বিচার হামলায় নিহতের সংখ্যা বেড়ে ২৬ হাজার ছাড়িয়েছে। আহত হয়েছেন ৬৪ হাজারের বেশি মানুষ।
গতকাল শুক্রবার গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে এপির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়েছে, গত ৭ অক্টোবর ইসরায়েলের হামলা শুরুর পর থেকে ২৬ হাজার ৮৩ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন ৬৪ হাজার ৪০০ জনেরও বেশি। তাদের বেশিরভাগই নারী ও শিশু।
এদিকে, গতকাল ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে এডেন উপসাগরে একটি জ্বালানি তেলবাহী জাহাজে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা।
মার্কিন সেনাবাহিনী জানিয়েছে, হুতিদের ক্ষেপণাস্ত্রের আঘাতে মার্শাল আইল্যান্ডের পতাকাবাহী জাহাজটিতে আগুন ধরে যায় এবং বেশ ক্ষয়ক্ষতি হয়। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।
এই হামলার তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় হুতিদের অবস্থান লক্ষ্য করে পাল্টা হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য।
হুতি পরিচালিত আল মাসিরা টেলিভিশন জানায়, ইয়েমেনের হোদেইদাহ প্রদেশের রাস ইসা বন্দরে বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য।
তবে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের সামরিক বাহিনী এখনো এ হামলার তথ্য নিশ্চিত করেনি।
অপরদিকে লেবাননের হিজবুল্লাহও শুক্রবার থেকে এখন পর্যন্ত ইসরায়েলি বাহিনীর অবস্থান লক্ষ্য করে ৯ বার হামলা চলানোর কথা জানিয়েছে।
ইসরায়েল-হামাস যুদ্ধের পর থেকে নিজেদের ১৬৮ জন সদস্যকে হারানোর কথাও জানায় হিজবুল্লাহ।
Comments