গাজার যুদ্ধে ১২ হাজার হামাস যোদ্ধা নিহত: ইসরায়েল

গাজায় ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে আরপিজি হাতে লড়ছেন এক হামাস যোদ্ধা। ছবি: রয়টার্স (৩১ জানিয়ারি, ২০২৪)
গাজায় ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে আরপিজি হাতে লড়ছেন এক হামাস যোদ্ধা। ছবি: রয়টার্স (৩১ জানিয়ারি, ২০২৪)

ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে, গাজা উপত্যকায় ৭ অক্টোবর থেকে শুরু করে এখন পর্যন্ত হামাসের ১২ হাজার যোদ্ধা নিহত হয়েছে। হামাসের মোট যোদ্ধার সংখ্যা ৩০ হাজার বলেও দাবি করেছে আইডিএফ।

আজ মঙ্গলবার টাইমস অব ইসরায়েল এই তথ্য জানিয়েছে।

এর আগে হামাসের এক কর্মকর্তা দাবি করেন, এই যুদ্ধের তারা ছয় হাজার সেনা হারিয়েছেন।

ধারণা করা হয়, হামাসের আরও হাজারো সেনা গুরুতর আহত অবস্থায় আছেন এবং যুদ্ধে অংশ নিতে পারছেন না।

সোমবার ইসরায়েলি সামরিক বাহিনীর প্রকাশ করা তথ্যে আরও জানা গেছে, ৭ অক্টোবর থেকে শুরু করে গাজায় ৩১ হাজারেরও বেশিবার বিমানহামলা চালিয়েছে ইসরায়েল। এই সংখ্যায় লেবাননে এক হাজার ও অধিকৃত পশ্চিম তীরে বেশ কয়েক ডজন হামলাও অন্তর্ভুক্ত।

নাম প্রকাশে অনিচ্ছুক হামাস কর্মকর্তার এই মন্তব্যে প্রথমবারের মতো চলমান সংঘাতে বেসামরিক হতাহতদের পাশাপাশি আলাদা করে হামাস যোদ্ধাদের ক্ষতির বিষয়টি উঠে এসেছে।

একজন হামাস সদস্য। ছবি: রয়টার্স
একজন হামাস সদস্য। ছবি: রয়টার্স

কর্মকর্তা হুশিয়ারি দিয়ে বলেন, ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাওয়ার সক্ষমতা আছে হামাসের এবং ইসরায়েলের উচিত রাফাহ ও গাজার অন্যান্য অংশে দীর্ঘ যুদ্ধ লড়ার প্রস্তুতি নেওয়া।

গত ৭ অক্টোবর ইসরায়েলি ভূখণ্ডে অতর্কিত হামলা চালায় হামাস। এতে এক হাজার ১৬০ জন নিহত হন এবং হামাসের হাতে জিম্মি হন প্রায় ২৫০ জন মানুষ।

ইসরায়েলের প্রতিশোধমূলক নির্বিচার হামলায় অন্তত ২৯ হাজার ৯২ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের বেশিরভাগই নারী ও শিশু।

ডিসেম্বরে আইডিএফ কর্মকর্তারা জানান, প্রতি দুইজন বেসামরিক নিহতের বিপরীতে একজন হামাস যোদ্ধা নিহত হয়েছেন গাজায়।

Comments

The Daily Star  | English

The elephant in the room no one is talking about

Reform of political parties is of urgent need

9h ago