শুল্কযুদ্ধ

ট্রাম্পের জবাবে মার্কিন পণ্যের ওপর ‘প্রতিশোধমূলক’ শুল্ক বসাবে কানাডা

ছবি: সংগৃহীত

কানাডা থেকে আমদানি হওয়া পণ্যের ওপর ২৫ শতাংশ শুল্কের ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট-ইলেক্ট ডোনাল্ড ট্রাম্প।

এর জবাবে মার্কিন পণ্যের ওপর 'প্রতিশোধমূলক' শুল্ক আরোপের পরিকল্পনা করছে কানাডা।

মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, এ রকম শুল্ক বৃদ্ধি বাণিজ্য যুদ্ধে রূপ নিতে পারে, যা সারা বিশ্বেই পণ্যের দাম বাড়িয়ে দিতে পারে।

শুল্ক আরোপ করতে কানাডায় রপ্তানি হয় এমন মার্কিন পণ্যের একটি বিশদ তালিকা প্রস্তুত করেছে কর্তৃপক্ষ।

কানাডার সূত্রের বরাত দিয়ে সিএনএন জানায়, এর মাধ্যমে ট্রাম্পের কাছে একটি রাজনৈতিক বার্তা দিতে চাচ্ছে কানাডা। তালিকায় এমন সব পণ্য রাখা হয়েছে, যা যুক্তরাষ্ট্রের অর্থনীতিতে উল্লেখযোগ্য প্রভাব ফেলতে সক্ষম।

তালিকায় বার্বন, জ্যাক ড্যানিয়েলসের মতো অ্যালকোহলযুক্ত পানীয়র সঙ্গে আছে বিভিন্ন আসবাবপত্র, সিরামিক ও স্টিল পণ্য। এমনকি কমলার রস ও পোষা প্রাণীর খাবারও আছে এই তালিকায়।

কানাডায় জ্বালানিও রপ্তানি করে থাকে যুক্তরাষ্ট্র। শুল্কযুদ্ধ শুরু হলে সেসব জ্বালানির ওপরও শুল্ক বসানো হতে পারে বলে জানিয়েছেন কানাডার কর্মকর্তারা।

শুক্রবার কানাডার পররাষ্ট্রমন্ত্রী মেলানি জোলি সাংবাদিকদের বলেন, 'আমাদের (শুল্কযুদ্ধের জন্য) প্রস্তুত থাকতে হবে। প্রেসিডেন্ট ট্রাম্পের কথা আমাদের গুরুত্বের সঙ্গে বিবেচনা করতে হবে।'

কানাডার পণ্যের ওপর শুল্ক আরোপ করলে এর পরিণতি কী হবে তা ট্রাম্প ও তার উপদেষ্টাদের জানা উচিত বলেও হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি।

কানাডার ব্যবসায়ী প্রতিষ্ঠানগুলোও যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে বলে জানান বিজনেস কাউন্সিল অব কানাডার সিইও গোল্ডি হাইডার।

হাইডার সিএনএনকে বলেন, তার সংগঠনে কানাডার শীর্ষ সিইওরা রয়েছেন। সম্প্রতি সরকারের পক্ষ থেকে তাদের সবাইকে যুক্তরাষ্ট্রের ওপর প্রতিশোধমূলক শুল্ক নিয়ে মতামত দিতে বলা হয়েছে।

Comments

The Daily Star  | English

MPO teachers take to the streets, demanding a 45% house rent allowance

By 10:00am, thousands of teachers had packed the press club area, blocking one side of the busy road

5m ago