১৫ শতাংশ শুল্ক চুক্তি সই ইইউ-যুক্তরাষ্ট্রের

ইইউ প্রেসিডেন্ট উরসুলার সঙ্গে ট্রাম্প। ছবি: রয়টার্স
ইইউ প্রেসিডেন্ট উরসুলার সঙ্গে ট্রাম্প। ছবি: রয়টার্স

দীর্ঘ আলোচনা ও দরকষাকষি শেষে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সঙ্গে বাণিজ্য চুক্তি করেছে যুক্তরাষ্ট্র। এর আওতায় বেশির ভাগ ইউরোপীয় পণ্যের ওপর ১৫ শতাংশ আমদানি শুল্ক আরোপ করা হয়েছে, যা আগে ঘোষিত শুল্ক হারের তুলনায় অর্ধেক।

আজ সোমবার এই তথ্য জানিয়েছে রয়টার্স।

এর আগে ইউরোপীয় ইউনিয়নের ওপর ৩০ শতাংশ শুল্ক আরোপের হুমকি দিয়েছিল যুক্তরাষ্ট্র।

স্কটল্যান্ডে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের প্রেসিডেন্ট উরসুলা ফন ডেয়ার লাইয়েনের বৈঠক শেষে দুই পক্ষ চুক্তিতে সই করতে সম্মতি দেয়।

স্কটল্যান্ডের পশ্চিমাঞ্চলে ট্রাম্পের বিলাসবহুল গলফ কমপ্লেক্সে এক ঘণ্টাব্যাপী আলোচনা হয়। এরপর সংবাদ সম্মেলনে দুই নেতা চুক্তির বিষয়ে ঘোষণা দেন।

সাংবাদিকদের ট্রাম্প বলেন, 'আমি মনে করি, এটিই এখন পর্যন্ত সবচেয়ে বড় চুক্তি।'

তিনি ইউরোপীয় ইউনিয়নের পরিকল্পনার প্রশংসা করেন। এই পরিকল্পনার আওতায় তারা যুক্তরাষ্ট্রে প্রায় ৬০০ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে এবং যুক্তরাষ্ট্র থেকে জ্বালানি ও সামরিক সরঞ্জাম কেনার পরিমাণ অনেক বেশি বাড়াবে।

ট্রাম্প বলেন, এই চুক্তি গত সপ্তাহে জাপানের সঙ্গে সই হওয়া ৫৫০ বিলিয়ন ডলারের চুক্তিকেও ছাড়িয়ে গেছে। তিনি আশা প্রকাশ করেন, দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রের রপ্তানিকারকদের প্রতি যে অন্যায্য আচরণ করা হয়েছে-এই চুক্তির মধ্য দিয়ে তার অবসান ঘটবে।

ইইউর উরসুলা সাংবাদিকদের বলেন, সব ধরনের পণ্যে এই ১৫ শতাংশ শুল্ক প্রযোজ্য হবে।

'এটাই সবচেয়ে ভালো চুক্তি', দাবি করেন তিনি।

তিনি বলেন, 'বিশ্বের দুই বড় অর্থনীতির মধ্যে একটি বাণিজ্য চুক্তি হয়েছে, আর এটা অনেক বড় ব্যাপার। এটি স্থিতিশীলতা আনবে।'

Comments

The Daily Star  | English
National election

Political parties must support the election drive

The election in February 2026 is among the most important challenges that we are going to face.

11h ago