সোমালিয়ায় গাড়ি বোমা হামলায় নিহত অন্তত ১০০

সোমালিয়ার রাজধানী মোগাদিসুতে গাড়ি বোমা বিস্ফোরণে অন্তত ১০০ জন নিহত হয়েছেন বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট হাসান শেখ মোহামুদ।
সোমালিয়ায় গাড়ি বোমা হামলা
সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ছবিতে মোগাদেসুতে শিক্ষামন্ত্রণালয়ের কাছে গাড়ি বোমা বিস্ফোরণের পর ধোঁয়া দেখা যাচ্ছে। ছবি: রয়টার্স

সোমালিয়ার রাজধানী মোগাদিসুতে গাড়ি বোমা বিস্ফোরণে অন্তত ১০০ জন নিহত হয়েছেন বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট হাসান শেখ মোহামুদ।

আজ রোববার বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।

প্রেসিডেন্ট হাসান শেখ মোহামুদ বলেন, 'আমাদের জনগণকে হত্যা করা হয়েছে। মায়ের কোলে শিশু, অসুস্থ বাবা, শিক্ষার্থী, ব্যবসায়ীরা নিহত হয়েছেন।'

প্রতিবেদনে বলা হয়, গতকাল মোগাদিসুর শিক্ষা মন্ত্রণালয়ের বাইরে ২টি শক্তিশালী গাড়ি বোমা বিস্ফোরণে অন্তত ১০০ জন নিহত ও ৩০০ জন আহত হয়েছেন।

এখন পর্যন্ত কেউ এই হত্যাকাণ্ডের দায় স্বীকার না করলেও প্রেসিডেন্ট হাসান সশস্ত্র সংগঠন আল শাবাবকে দায়ী করেছেন।

প্রতিবেদন অনুসারে, শিক্ষা মন্ত্রণালেয়ের কাছে ব্যস্ত রাস্তায় প্রথম বিস্ফোরণ ঘটে। সেসময় হতাহতদের উদ্ধারে অ্যাম্বুলেন্স ও সাধারণ মানুষ এগিয়ে এলে দ্বিতীয় বিস্ফোরণ ঘটে।

২০১৭ সালের অক্টোবরে এই স্থানে ট্রাক বোমা হামলায় ৫০০ জনের বেশি মানুষ নিহত হয়েছিলেন।

Comments