গ্যাস চাইলে নর্ড স্ট্রিম-২ চালু করুন: ইউরোপকে পুতিন

ভ্লাদিমির পুতিন। রয়টার্স ফাইল ফটো

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন শুক্রবার দাবি করেছেন, ইউরোপের জ্বালানি সংকট নিয়ে রাশিয়ার করার কিছু নেই। তিনি বলেছেন, যদি ইউরোপীয় ইউনিয়নের আরও গ্যাস লাগে তাহলে নর্ড স্ট্রিম-২ পাইপলাইন চালুর ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে।

আজ শুক্রবার রয়টার্সের এক প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।

রয়টার্স বলছে, উজবেকিস্তানে সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশনের শীর্ষ সম্মেলনের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় পুতিন জ্বালানি সংকটকে 'গ্রিন এজেন্ডা' হিসেবে অভিহিত করেন। তিনি জোর দিয়ে বলেন, রাশিয়া তার জ্বালানির বাধ্যবাধকতাগুলো পূরণ করবে।

পুতিন বলেন, 'বটম লাইন হলো- যদি আপনাদের কোনো তাগিদ থাকে, এটি আপনাদের পক্ষে খুব কঠিন হয়- তাহলে নর্ড স্ট্রিম-২-এর ওপর নিষেধাজ্ঞাগুলো তুলে নিন। এটি প্রতি বছর ৫৫ বিলিয়ন ঘনমিটার গ্যাস সরবরাহ করে। তাই কেবল বোতামটি টিপুন তাহলে সবকিছু চলতে থাকবে।'

নর্ড স্ট্রিম-২ নর্ড প্রায় স্ট্রিম-১ এর সমান্তরালে বাল্টিক সাগরের তলদেশে অবস্থিত। যেটি এক বছর আগে নির্মিত হয়েছিল, তবে রাশিয়া ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সেনা পাঠানোর কয়েক দিন আগে জার্মানি এই প্রকল্পের সঙ্গে অগ্রসর না হওয়ার সিদ্ধান্ত নিয়েছিল।

চলতি বছর জ্বালানির মূল্য বৃদ্ধি ইতোমধ্যে ভোক্তাদের মাঝে ব্যাপক প্রভাব ফেলেছে এবং কিছু শিল্পকে উৎপাদন বন্ধ করতে বাধ্য করেছে।

ইউক্রেনে আগ্রাসনের কারণে মস্কোর ওপর আরোপিত পশ্চিমা নিষেধাজ্ঞার প্রতিশোধ নিতে রাশিয়া জ্বালানি সরবরাহকে অস্ত্র হিসেবে ব্যবহার করছে বলে অভিযোগ করেছে ইউরোপ। তবে রাশিয়া বলছে, পশ্চিমারা একটি অর্থনৈতিক যুদ্ধ শুরু করেছে এবং নিষেধাজ্ঞার কারণে নর্ড স্ট্রিম-১ এর পাইপলাইনের কার্যক্রম ব্যাহত হয়েছে।

রাশিয়া বুলগেরিয়া এবং পোল্যান্ডসহ বেশ কয়েকটি দেশে গ্যাস সরবরাহ বন্ধ করে দিয়েছে, কারণ তারা চুক্তির মুদ্রার পরিবর্তে রুবলে অর্থ পরিশোধ করতে অস্বীকার করেছে।

Comments

The Daily Star  | English
rooppur-nuclear-power-plant

Gridline woes delay Rooppur Power Plant launch

The issue was highlighted during an International Atomic Energy Agency (IAEA) inspection in March

4h ago