রাশিয়ায় বোমা বিস্ফোরণে ৩ সেনা নিহত, আহত ১৬

রাশিয়া, বেলগোরোদ
রুশ শহর বেলগোরোদের সাধারণ দৃশ্য। রয়টার্স ফাইল ফটো

ইউক্রেন সীমান্তে রাশিয়ার বেলগোরোদ অঞ্চলে বোমা বিস্ফোরণে ৩ সেনা নিহত ও ১৬ জন আহত হয়েছেন।

স্থানীয় জরুরি সেবার বরাত দিয়ে ইন্টারফ্যাক্স জানিয়েছে, রাশিয়ার সশস্ত্র বাহিনীর গোলাবারুদ মজুতের জন্য নির্মিত একটি সেন্টারে এ বিস্ফোরণ ঘটে। এ ঘটনায় রোববার সন্ধ্যা পর্যন্ত আরও ৮ সেনা নিখোঁজ আছেন বলে জানা গেছে।

স্থানীয় জরুরি সেবা বিভাগ এক বিবৃতিতে জানিয়েছে, এক সার্জেন্টের অসর্তকতায় একটি হ্যান্ড গ্রেনেড বিস্ফোরণে আগুন লাগে। পরে ওই সার্জেন্টসহ ১৬ জন সেনা ও কর্মীকে হাসপাতালে নেওয়া হয়। এ ঘটনায় ৩ জন নিহত হয়েছেন।

বার্তা সংস্থা তাস জানিয়েছে, স্থানীয় কর্মকর্তারা বলছেন- গ্রেনেডটি 'বেপরোয়াভাবে পরিচালনার' কারণে বিস্ফোরিত হয়।

রাশিয়ার আইন প্রয়োগকারী সংস্থার সঙ্গে যুক্ত ১১২ এবং বাজা টেলিগ্রাম চ্যানেল জানিয়েছে, নিহত ও আহতদের ইউক্রেনে একটি অভিযানের জন্য ডাকা হয়েছিল।

Comments

The Daily Star  | English

No price too high for mass deportations

US President-elect Donald Trump has doubled down on his campaign promise of the mass deportation of illegal immigrants, saying the cost of doing so will not be a deterrent.

5h ago