যুক্তরাষ্ট্রের সহযোগিতা বন্ধের পর ইউক্রেনের জ্বালানি অবকাঠামোতে রাশিয়ার তীব্র আক্রমণ

ছবি: রয়টার্স

ইউক্রেনে মার্কিন সামরিক সহায়তা আসা বন্ধ হয়ে যাওয়ার কয়েক দিনের মধ্যে দেশটিতে আক্রমণের মাত্রা আবার বাড়িয়েছে রাশিয়া।

ইউক্রেনের জ্বালানিমন্ত্রী জার্মান গালুশচেঙ্কো বার্তা সংস্থা এএফপিকে জানান, শুক্রবার ভোরে দেশটির বিদ্যুৎ ও গ্যাস অবকাঠামোতে আবারও ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে মস্কো।

তিনি এক ফেসবুক পোস্টে উল্লেখ করেন, 'সাধারণ ইউক্রেনীয়দের ক্ষতি করতে চায় রাশিয়া। তারা বিদ্যুৎ ও গ্যাস উৎপাদন কেন্দ্রগুলোকে লক্ষ্যবস্তু করছে, যাতে আমাদের বিদ্যুৎ ও তাপের রাস্তা নষ্ট হয়ে যায় এবং সাধারণ নাগরিকরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হন।'

খারকিভে শুক্রবার সকালে রুশ হামলায় পাঁচজন আহত হন, যার মধ্যে ধ্বংসস্তূপ থেকে জীবিত উদ্ধার হওয়া একজন নারীও আছেন।

এই হামলার কয়েক ঘণ্টা আগে ওয়াশিংটন জানায়, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির বাগ-বিতণ্ডার পর কিয়েভের সঙ্গে যুদ্ধবিরতির আলোচনা আবারও শুরু হয়েছে।

এর আগে বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের অসহযোগিতার শঙ্কা মাথায় নিয়ে ইউরোপীয় ইউনিয়নের নেতরা এক জরুরি শীর্ষ সম্মেলনে ইউরোপের প্রতিরক্ষা শক্তিশালী করার সিদ্ধান্ত নেয়।

একজন শীর্ষ ইউক্রেনীয় কর্মকর্তা জানিয়েছেন, মঙ্গলবার সৌদি আরবে যুক্তরাষ্ট্র ও ইউক্রেনের কর্মকর্তাদের মধ্যে একটি বৈঠক হওয়ার কথা রয়েছে।

এটি একটি 'গুরুত্বপূর্ণ বৈঠক' হবে বলে আশা প্রকাশ করেছেন জেলেনস্কি। এদিকে মার্কিন দূত স্টিভ উইটকফ জানান, বৈঠকের মস্কোর সঙ্গে কিয়েভের 'প্রাথমিক যুদ্ধবিরতি' এবং দীর্ঘ মেয়াদি একটি শান্তি চুক্তির কাঠামো নিয়ে আলোচনা হবে।

Comments

The Daily Star  | English

Pahela Baishakh sales better this year

In previous years, Baishakh celebrations and the purchase of new dresses accounted for an estimated one-fourth of annual sales by local fashion outlets.

10h ago