ইরানে আজারবাইজান দূতাবাসে বন্দুকধারীর গুলিতে নিহত ১

ইরানে আজারবাইজানের দূতাবাসে বন্দুকধারীর গুলিতে এক নিরাপত্তা কর্মকর্তা নিহত ও ২ জন আহত হয়েছেন।
ইরান, আজারবাইজান, তেহরান,
তেহরানে আজারবাইজানের দূতাবাস। ছবি: রয়টার্স

ইরানে আজারবাইজানের দূতাবাসে বন্দুকধারীর গুলিতে এক নিরাপত্তা কর্মকর্তা নিহত ও ২ জন আহত হয়েছেন।

আজ শুক্রবার রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

আজারবাইজানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, হামলাকারী গার্ড পোস্ট ভেঙে নিরাপত্তা প্রধানকে রাইফেল দিয়ে গুলি করে হত্যা করে।

সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা ভিডিওতে দেখা গেছে, একজন বন্দুকধারী জোর করে দূতাবাস ভবনে প্রবেশ করে এবং দরজা দিয়ে গুলি চালায়।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানানি হামলার নিন্দা জানিয়ে বলেছেন, বিষয়টি তদন্তাধীন।

তেহরানের পুলিশ জানিয়েছে, তারা সন্দেহভাজন এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে এবং বন্দুকধারীর উদ্দেশ্য খতিয়ে দেখছে।

তেহরানের ফৌজদারি বিষয়ক সুপারিনটেনডেন্ট বিচারক মোহাম্মদ শাহরিয়ারি বলেছেন, হামলাকারীর উদ্দেশ্য ছিল ব্যক্তিগত।

আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ শুক্রবার এই হামলাকে 'সন্ত্রাসী কর্মকাণ্ড' আখ্যায়িত করে দ্রুত শাস্তির দাবি জানিয়েছেন। টুইটারে আলিয়েভ বলেন, তেহরানে আজারবাইজান দূতাবাসে হামলার তীব্র নিন্দা জানাচ্ছি।

আজারবাইজানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, তারা শিগগির দূতাবাস থেকে তাদের কর্মীদের সরিয়ে নেবে।

Comments