তুরস্ক-সিরিয়ায় ভূমিকম্প

২৮ ঘণ্টা পর ধ্বংসস্তূপ থেকে কিশোরীকে উদ্ধার

সিরিয়ার জানদারিস শহরে ধ্বংসস্তুপের ওপর এক ব্যক্তি দাঁড়িয়ে আছেন। ছবি: রয়টার্স
সিরিয়ার জানদারিস শহরে ধ্বংসস্তুপের ওপর এক ব্যক্তি দাঁড়িয়ে আছেন। ছবি: রয়টার্স

তুরস্কের দক্ষিণাঞ্চলীয় কাহরামমারাস প্রদেশের একটি ৮তলা ভবনের ধ্বংসস্তূপের ভেতর থেকে ১৭ বছর বয়সী দিলারা আকতাসকে জীবিত উদ্ধার করা হয়েছে।

আজ মঙ্গলবার তুরস্কের সংবাদমাধ্যম ডেইলি সাবাহর প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ডেইলি সাবাহর প্রতিবেদনে বলা হয়েছে, উত্তর-পশ্চিম বুরসা থেকে আসা অনুসন্ধান ও উদ্ধারকর্মীরা ভূমিকম্পের ২৮ ঘণ্টা পর ওই কিশোরীকে জীবিত উদ্ধার করে।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, তার কণ্ঠ শুনে ধ্বংসাবশেষের মধ্যে অনুসন্ধানকারীরা সতর্ক অভিযান শুরু করেন। তার অবস্থান চিহ্নিত করার পরে ক্রুরা চারপাশের ধ্বংসাবশেষ পরিষ্কার করতে প্রায় ৮ ঘণ্টা কাজ করে তাকে নিরাপদে উদ্ধার করেন। পরে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

দেশটির কর্মকর্তারা জানিয়েছেন, ওই কিশোরীর পরিবারের অধিকাংশ সদস্য এখনো ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে আছেন।

Comments

The Daily Star  | English
zubuyer

Bangladeshi photographer captures stunning nebulae with self-made telescope

Astrophotographer Zubuyer Kaolin captures a stunning Orion Nebula image with a self-built telescope

2h ago