গাজায় ইসরায়েলের বোমা হামলার মধ্যেই তেল আবিবে হামাসের রকেট হামলা
গাজায় ইসরায়েলি বোমা বর্ষণের মধ্যেই তেল আবিবে রকেট হামলা চালিয়েছে হামাস।
আজ বৃহস্পতিবার এএফপি এই তথ্য জানায়।
গাজা উপত্যকার দুই শরণার্থী শিবিরে ইসরায়েলের বোমা বর্ষণের পাল্টা এই আক্রমণ চালানো হয় বলে জানায় হামাস।
সাংবাদিকদের কাছে পাঠানো এসএমএস বার্তায় হামাস জানায়, 'এজেদিন আল কাশেম ব্রিগেডের সদস্যরা তেল আবিবে রকেট হামলা চালিয়েছে। আল-শাতি ও জাবালিয়া শরণার্থী শিবিরে ইসরায়েলি হামলার জবাবে এই হামলা চালানো হয়েছে।'
এএফপির সাংবাদিকরা বৃহস্পতিবার সকালে আল-শাতি শিবির ও গাজা উপত্যকার উত্তরে প্রায় ৩০ মিনিট ধরে এক ডজনেরও বেশি ইসরায়েলি যুদ্ধবিমানকে হামলা চালাতে দেখেছেন।
হামাসের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইয়াদ আল-বুজুম এএফপিকে বলেন, 'ইসরায়েলি বাহিনী আজ সকালে আল-শাতি ও জাবালিয়া শিবিরে গণহত্যা চালিয়েছে। যার ফলে অসংখ্য মানুষ হতাহত হয়েছেন।'
এএফপির সাংবাদিকরা আল-শাতি শিবিরে অন্তত সাতটি মরদেহ দেখেছেন। এ ছাড়া, তারা ছয়টি ধ্বংস হয়ে যাওয়া ভবনও লক্ষ্য করেন।
Comments