রমজানের প্রথম ১৫ দিনে ওমরাহ পালন করেছেন ৮০ লাখেরও বেশি মুসলিম

ওমরাহ পালনের সময় মোবাইল দিয়ে কাবা শরিফের ছবি তুলছেন এক মুসুল্লি। ফাইল ছবি: রয়টার্স
ওমরাহ পালনের সময় মোবাইল দিয়ে কাবা শরিফের ছবি তুলছেন এক মুসুল্লি। ফাইল ছবি: রয়টার্স

এ বছরের পবিত্র রমজান মাসের প্রথম ১৫ দিনে ৮০ লাখেরও বেশি মানুষ ওমরাহ পালন করেছেন।

আজ বুধবার সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে সৌদি গণমাধ্যম আল আরাবিয়া।

মন্ত্রণালয় জানিয়েছে, মোট ৮২ লাখ ৩৫ হাজার ৬৮০ জন মুসুল্লি চলতি মৌসুমে ওমরাহ পালন করেছেন।

মুসলিম বছরের সবচেয়ে পবিত্র মাস হিসেবে বিবেচিত রমজানে সারা বিশ্ব থেকে পূণ্যার্থীরা মক্কা ও মদিনায় এসে জমায়েত হয়েছেন।

রমজান মাসে মুসলিমরা সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত পানাহারে বিরত থেকে রোজা রাখেন। সব সুস্থ-সবল মুসলিমদের জন্য রোজা রাখা আবশ্যক। এ মাসে ইবাদত, প্রার্থনা ও দানের ওপর বিশেষ নজর দেওয়া হয়।

হজের মতো সুনির্দিষ্ট সময়ে নয়, বরং বছরের যেকোনো সময় ওমরাহ পালন করা যায়। তা সত্ত্বেও অনেক পূণ্যার্থী অধিক সওয়াবের আশায় এ মাসে ওমরাহ পালন করে থাকেন।

রমজান মাসে হাজারো মানুষ সৌদি আরবের বিভিন্ন প্রান্ত ও বিশ্বের বিভিন্ন দেশ থেকে কাবা শরীফে ছুটে আসেন। নামাজ পড়া ও ওমরাহ পালনের উদ্দেশ্যেই তারা মূলত এখানে আসেন। যার ফলে এ সময়য় পবিত্র এই ভূমিতে মানুষের ভিড় অনেক বেশি থাকে।

গত সপ্তাহে সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয় রমজান মাসে একবারের বেশি ওমরাহ পালনের ওপর বিধিনিষেধ আরোপ করেছে। পবিত্র মাসে ভিড় কমাতে এই উদ্যোগ নিয়েছে মন্ত্রণালয়।

মন্ত্রণালয় জানিয়েছে, সবাই যাতে স্বচ্ছন্দে ওমরাহ পালন করতে পারে, সেটা নিশ্চিত করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে।

এই নীতিমালা বাস্তবায়নে ওমরাহর অনুমতি নেওয়ার জন্য ব্যবহৃত ইলেকট্রনিক প্ল্যাটফর্ম নুসুকে বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে। একই ব্যক্তি দ্বিতীয়বার অনুমতি নিতে গেলে 'এরর মেসেজ' পাবেন।

Comments

The Daily Star  | English

Bangladesh's exports stuck in EU, US orbit

Non-garment exports struggle with quality standards and logistics bottlenecks

13h ago