ইরানে যুক্তরাষ্ট্রের হামলা: ওমান, কাতার, ইরাকের প্রতিক্রিয়া

ইরানে যুক্তরাষ্ট্রের হামলার ঘটনায় উদ্বেগ জানিয়ে মধ্যপ্রাচ্যের দেশ ওমান, কাতার এবং ইরাক। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, দ্রুত উত্তেজনা নিরসনের আহ্বান জানিয়েছে তিন দেশ। তাদের মতে, এই হামলা আঞ্চলিক শান্তি ও নিরাপত্তার জন্য গুরুতর হুমকি।

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সাম্প্রতিক পারমাণবিক আলোচনায় মধ্যস্থতাকারী ওমান যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপকে 'বেআইনি আগ্রাসী কর্মকাণ্ড' বলে নিন্দা জানিয়েছে।

দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র ওমান নিউজ এজেন্সিকে বলেছেন হামলার ঘটনায় ওমান 'গভীরভাবে উদ্বিগ্ন'। তারা সতর্ক করে বলেছে, যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপ সংঘাতকে আরও বাড়িয়ে তোলার ঝুঁকি তৈরি করছে এবং এটি আন্তর্জাতিক আইন ও জাতিসংঘ সনদের 'সুস্পষ্ট লঙ্ঘন'। ওমান অবিলম্বে উত্তেজনা কমানোর আহ্বান জানিয়েছে।

কাতার জানিয়েছে, মার্কিন হামলার ফলে সৃষ্ট বিপজ্জনক উত্তেজনা আঞ্চলিক ও আন্তর্জাতিক উভয় পর্যায়েই 'ভয়াবহ পরিণতি' ডেকে আনবে। কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বিদ্যমান স্থিতিশীল পরিস্থিতির 'অবনতি'র নিন্দা জানিয়েছে। তারা সকল সামরিক অভিযান বন্ধ করে অবিলম্বে আলোচনা ও কূটনৈতিক চ্যানেলে ফিরে আসার প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছে যাতে অমীমাংসিত বিষয়গুলোর সমাধান করা যায়।

অন্যদিকে, ইরানের পারমাণবিক স্থাপনা লক্ষ্য করে যুক্তরাষ্ট্রের হামলার বিষয়ে গভীর উদ্বেগ ও নিন্দা জানিয়েছে ইরাক। দেশটির পক্ষ থেকে বলা হয়েছে, এই সামরিক উত্তেজনা আঞ্চলিক শান্তি ও নিরাপত্তার জন্য একটি গুরুতর হুমকি তৈরি করেছে।

Comments

The Daily Star  | English

BB buys $313m more from 22 banks

The cut-off rate was Tk 121.5 per US dollar

45m ago