বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল নিউইয়র্ক, কম ব্যয়ের শহর কলম্বো

বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল শহর : নিউইয়র্ক, কম ব্যয়ের শহর কলম্বো
নিউইয়র্ক সিটি। ছবি: রয়টার্স ফাইল ফটো

বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল শহরের তালিকার শীর্ষে নিউইয়র্ক এবং সবচেয়ে কম ব্যয়ের শহর কলম্বো।

আজ শুক্রবার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ তথ্য জানিয়েছে।

ব্যয়বহুল শহরের তালিকায় দ্বিতীয় অবস্থানে আছে সিঙ্গাপুর সিটি।

ইকোনোমিস্ট ইনটেলিজেন্স ইউনিটের জরিপের বরাত দিয়ে বিবিসির প্রতিবেদনে বলা হয়, গত বছর সবচেয়ে ব্যয়বহুল শহরের তালিকার শীর্ষে ছিল তেল আবিব। এবারের জরিপে তেল আবিবের অবস্থান তৃতীয়।

এ তালিকায় চতুর্থ অবস্থানে আছে হংকং ও পঞ্চম অবস্থানে লস অ্যাঞ্জেলেস।

জরিপে বলা হয়, বিশ্বের বড় শহরগুলোয় গড় ব্যয় বেড়েছে ৮ দশমিক ১ শতাংশ পর্যন্ত।

ইউক্রেন যুদ্ধ ও করোনা মহামারির প্রভাবকে মূল্যস্ফীতির অন্যতম কারণ হিসেবে উল্লেখ করে প্রতিবেদনে আরও বলা হয়, সবচেয়ে বেশি মূল্যস্ফীতি হয়েছে ইস্তানবুলে (৮৬ শতাংশ)। এরপর বুয়েনস এইরেস (৬৪ শতাংশ) ও তেহরানে (৫৭ শতাংশ)।

সবচেয়ে কম ব্যয়ের শহরের তালিকার শীর্ষে আছে কলম্বো। দ্বিতীয় অবস্থানে বেঙ্গালুরু ও তৃতীয় অবস্থানে আলজিয়ার্স।

তালিকায় চতুর্থ ও পঞ্চম অবস্থানে আছে চেন্নাই ও আহমেদাবাদ।

ইকোনোমিস্ট ইনটেলিজেন্স ইউনিটের জরিপ দলের প্রধান উপাসনা দত্ত গণমাধ্যমকে বলেন, '১৭২ শহরের ওপর জরিপ চালিয়ে এই প্রতিবেদন তৈরি করা হয়েছে।'

Comments

The Daily Star  | English

Barishal University VC, pro-VC, treasurer removed

RU Prof Mohammad Toufiq Alam appointed interim VC

1h ago