২০ বছরে ১,৭০০ সাংবাদিক হত্যা: রিপোর্টার্স উইদাউট বর্ডারস

প্যারিসভিত্তিক সংগঠন রিপোর্টার্স উইদাউট বর্ডার্সের (আরএসএফ) একটি প্রতিবেদনে বলা হয়েছে, গত ২০ বছরে সারাবিশ্বে প্রায় ১ হাজার ৭০০ সাংবাদিকদে হত্যা করা হয়েছে। সে হিসেবে প্রতি বছর গড়ে ৮০ জনের বেশি সাংবাদিক হত্যার শিকার হয়েছেন।

আরএসের ওই প্রতিবেদনে বিশেষ করে সংবাদকর্মীদের জন্য ২০০৩ সাল থেকে ২০২২ সাল পর্যন্ত এই ২ দশককে অভিহিত করা হয়েছে 'প্রাণঘাতী' হিসেবে।

আরএসএফের সেক্রটারি জেনারেল ক্রিস্টোফ ডেলোয়ার এ বিষয়ে বলেন, 'এই পরিসখ্যানে সেই মানুষগুলো আছেন, যারা সত্যের সন্ধানে তথ্য সংগ্রহের জন্য নিজেদের জীবন দিয়েছেন।'

প্রতিবেদন অনুসারে, এই দশকে সাংবাদিকদের জন্য সবচেয়ে বিপজ্জনক দেশ ছিল ইরাক ও সিরিয়া, যেখানে ২০ বছরে মোট ৫৭৮ জনকে হত্যা করা হয়েছে। এটি বিশ্বব্যাপী নিহত মোট সাংবাদিকের এক তৃতীয়াংশের বেশি।

তালিকায় এর পরেই আছে মেক্সিকো (১২৫ জন নিহত), ফিলিপাইন (১০৭), পাকিস্তান (৯৩), আফগানিস্তান (৮১) ও সোমালিয়া (৭৮)।

প্রতিবেদনে ২০১২ ও ২০১৩ সালকে অভিহিত করা হয় সবচেয়ে অন্ধকার বছর হিসেবে। এর মধ্যে ২০১২ সালে ১৪৪ জন ও পরের বছর ১৪২ জন সাংবাদিককে হত্যা করা হয়।

Comments

The Daily Star  | English

Students’ unions: Legal bars, admin delays stall polls in many universities

Of 56 public universities across the country, only seven have the legal provision for a central students' union

10h ago