খেরসনের বেসামরিক নাগরিকদের সরানোর অনুমোদন দিলেন পুতিন
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনের দক্ষিণাঞ্চলে রুশ অধিকৃত খেরসনের কিছু অংশ থেকে বেসামরিক নাগরিকদের সরিয়ে নেওয়ার বিষয়টি প্রকাশ্যে অনুমোদন দিয়েছেন।
আজ শনিবার বিবিসির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
পুতিন বলেন, বেসামরিক কোনো নাগরিক যেন ক্ষতিগ্রস্ত না হয় এ জন্য বিপজ্জনক এলাকায় বসবাসকারীদের চলে যাওয়া উচিত।
কমপক্ষে ৭০ হাজার লোককে ইতোমধ্যে খেরসন থেকে সরিয়ে নেওয়া হয়েছে বলে জানা গেছে।
মস্কোর রেড স্কয়ারে 'ইউনিটি' দিবসের ছুটির সময় পুতিন বলেন, গোলাবর্ষণ ও হামলার ঝুঁকিতে থাকা বেসামরিক নাগরিকদের সরিয়ে নেওয়া উচিত।
কিয়েভ রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনের বেসামরিক নাগরিকদের জোরপূর্বক নির্বাসিত করার অভিযোগ এনেছেন। যা যুদ্ধাপরাধ হিসেবে বিবেচিত। তবে মস্কো এটি অস্বীকার করেছে।
ইউক্রেন জুড়ে বেসামরিক অবকাঠামোর উপর রাশিয়ার তীব্র ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলার ফলে প্রচুর হতাহত ও ক্ষয়ক্ষতি হয়েছে। কিয়েভকে ঘন ঘন বিদ্যুৎ ব্ল্যাকআউট করতে বাধ্য করা হয়েছে।
পুতিনের এই মন্তব্যের পর বৃহস্পতিবার এক প্রতিবেদনে বলা হয়, রুশ সৈন্যরাও খেরসন ছেড়ে চলে যাচ্ছেন।
ওই অঞ্চলে ক্রেমলিনের পক্ষে নিযুক্ত কর্মকর্তা কিরিল স্ট্রেমুউসোভ রুশ গণমাধ্যমকে বলেন, মস্কো সম্ভবত ওই এলাকা থেকে তাদের সেনা সরিয়ে নেবে।
তবে এ বিষয়টি সৈন্যদের বিপজ্জনক এলাকায় প্রলুব্ধ করার জন্য একটি ফাঁদ হতে পারে বলে মনে করে ইউক্রেনের কর্মকর্তারা সতর্ক অবস্থানে আছেন।
Comments