পাল্টা হামলায় এফ-১৬ পাচ্ছে না ইউক্রেন, এখনো শুরু হয়নি বৈমানিকদের প্রশিক্ষণ

নেদারল্যান্ডের একটি হ্যাঙ্গারে এফ-১৬ যুদ্ধবিমানের রক্ষণাবেক্ষণের কাজ চলছে। ফাইল ছবি: রয়টার্স
নেদারল্যান্ডের একটি হ্যাঙ্গারে এফ-১৬ যুদ্ধবিমানের রক্ষণাবেক্ষণের কাজ চলছে। ফাইল ছবি: রয়টার্স

পশ্চিমের কাছ থেকে অস্ত্র সহযোগিতা পেয়ে নিজেদের ভূখণ্ডের দখল ফিরে পাওয়ার জন্য রাশিয়ার বিরুদ্ধে পাল্টা আক্রমণ চালাচ্ছে ইউক্রেন। তবে চলমান অভিযানে কিয়েভের এফ-১৬ যুদ্ধবিমানের সহায়তা পাওয়ার সম্ভাবনা নেই বলে মত দিয়েছেন ন্যাটোর সামরিক কমিটির সভাপতি।

আজ মঙ্গলবার রুশ রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যম তাস এ তথ্য জানিয়েছে।

গতকাল সোমবার এলবিসি রেডিওকে দেওয়া সাক্ষাৎকারে ন্যাটোর সামরিক কমিটির সভাপতি এডমিরাল রব বোয়ার জানান, ইউক্রেনকে যুদ্ধবিমান দেওয়ার বিষয়টি গুরুত্বপূর্ণ, কিন্তু স্বল্প মেয়াদে এ বিষয়ে কোনো সিদ্ধান্ত বা সমাধান আসার সম্ভাবনা কম।

রব বোয়ার আরো জানান, ইউক্রেনের পাল্টা হামলা শেষ হওয়ার আগে বৈমানিক ও রক্ষণাবেক্ষণের কাজে জড়িত ব্যক্তিদের প্রয়োজনীয় প্রশিক্ষণ দেওয়ার কাজটিও শেষ হবে না।

ইউক্রেনের বিমানবাহিনীর মুখপাত্র ইউরি ইগনাত জানান, যুক্তরাষ্ট্রে নির্মিত এফ-১৬ যুদ্ধবিমান পরিচালনায় ইউক্রেনীয় বৈমানিকদের প্রশিক্ষণ কার্যক্রম এখনো শুরু হয়নি। যেহেতু কিয়েভ পশ্চিমের ওপর সহযোগিতার জন্য নির্ভরশীল, তারা এ বিষয়টি নিয়ে খুব বেশি চাপ দিতেও আগ্রহী নয়।

জুনের শুরুতে ইগনাত জানিয়েছিলেন, ইউক্রেনীয় বৈমানিকরা খুব শিগগির প্রশিক্ষণ নিতে অন্য কোনো দেশে যাবেন। মে'র শেষে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন ঘোষণা দিয়েছিলেন, ইউক্রেনীয়দের জন্য এফ-১৬ যুদ্ধবিমান চালানোর প্রশিক্ষণ আগামী সপ্তাহগুলোতে শুরু হতে যাচ্ছে। অস্টিন আরও জানান, এই সমন্বিত প্রশিক্ষণ কার্যক্রমের নেতৃত্ব দেবে ডেনমার্ক ও নেদারল্যান্ডস। এতে অন্যান্য দেশও অংশ নেবে।

যুক্তরাষ্ট্রের কাছ থেকে কেনা এফ-১৬ জঙ্গি বিমানের মহড়া পরিচালনা করছে পাকিস্তান। ফাইল ছবি: রয়টার্স
যুক্তরাষ্ট্রের কাছ থেকে কেনা এফ-১৬ জঙ্গি বিমানের মহড়া পরিচালনা করছে পাকিস্তান। ফাইল ছবি: রয়টার্স

ইতোমধ্যে ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রী আলেক্সি রেজনিকভ উল্লেখ করেন, ইউক্রেনীয় বৈমানিকরা আগামী শরৎ বা শীত মৌসুমের আগে যুদ্ধক্ষেত্রে এফ-১৬ ব্যবহার করতে পারবেন না, কারণ বৈমানিক ও প্রকৌশলীদের প্রশিক্ষণে দীর্ঘ সময়ের প্রয়োজন।

এখনো ইউক্রেনীয় বৈমানিকদের প্রশিক্ষণ শুরুর বিষয়ে সুনিদৃষ্ট কোনো তথ্য জানা যায়নি। ২৪ জুন রয়টার্স রেজনিকভের বরাত দিয়ে জানায়, জুলাই থেকে এ প্রশিক্ষণ শুরু হতে পারে।

২৬ জুন এপি জানিয়েছে, ডেনমার্ক প্রশিক্ষণ শুরুর 'উদ্যোগ' নিয়েছে। দেশটির প্রতিরক্ষা মন্ত্রী ত্রয়েলস লুন্ড পলসেন জানান, ইউক্রেনীয় বৈমানিকদের অন্তত ৬ থেকে ৮ মাস প্রশিক্ষণ নিতে হবে। 

 

Comments

The Daily Star  | English

Army chief reaffirms Bangladesh’s commitment to UN peacekeeping

"As Bangladesh's senior-most peacekeeper, I feel proud and honoured to be here today"

34m ago