কৃষ্ণসাগরে সংঘাত বন্ধে সম্মত ইউক্রেন-রাশিয়া

ছবি: রয়টার্স

কৃষ্ণ সাগরে সংঘাত বন্ধে রাশিয়া ও ইউক্রেন সম্মত হয়েছে বলে জানিয়েছে হোয়াইট হাউস।

মঙ্গলবার এক প্রতিবেদনে সিএনএন জানায়, সৌদি আরবে মার্কিন কর্মকর্তাদের সঙ্গে পৃথক বৈঠকে এই সিদ্ধান্ত আসে।

হোয়াইট হাউস দুটি পৃথক বিবৃতিতে রাশিয়া এবং ইউক্রেনের সঙ্গে যুক্তরাষ্ট্রের চুক্তির রূপরেখা দিয়েছে।

দুটি বিবৃতিতেই বলা হয়, মার্কিন যুক্তরাষ্ট্র এবং সংশ্লিষ্ট প্রতিটি দেশ 'কৃষ্ণ সাগরে নিরাপদ নৌযান চলাচল নিশ্চিত করতে, বলপ্রয়োগ বন্ধ করতে এবং সামরিক উদ্দেশ্যে বাণিজ্যিক জাহাজের ব্যবহার রোধ করতে সম্মত হয়েছে।'

ইউক্রেনের রাষ্ট্রপতি ভলোদিমির জেলেনস্কি কিয়েভে এক সংবাদ সম্মেলনে নিশ্চিত করেছেন যে, ইউক্রেন ও রাশিয়া কৃষ্ণ সাগরে সামরিক শক্তি ব্যবহার বন্ধ করতে সম্মত হয়েছে।

তিনি বলেছেন, চুক্তিটি 'এত বিস্তারিত নয়' এবং 'এটি প্রথম পদক্ষেপ'।

তবে, মস্কো তাৎক্ষণিকভাবে এই বিবৃতির বিষয়ে কোনো মন্তব্য করেনি।

Comments

The Daily Star  | English

Exporters caught off guard by India’s import curbs

"This sudden decision could severely disrupt bilateral trade"

8h ago