ন্যাটো ভূখণ্ডের ‘প্রতিটি ইঞ্চি’ রক্ষা করবে যুক্তরাষ্ট্র: বাইডেন

জো বাইডেন
জো বাইডেন। রয়টার্স ফাইল ছবি

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন শুক্রবার বলেছেন, যুক্তরাষ্ট্র ন্যাটো ভূখণ্ডের 'প্রতিটি ইঞ্চি' রক্ষা করবে।

শুক্রবার তিনি এ কথা বলেন বলে রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে।

বাইডেন বলেন, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ইউক্রেনের কিছু অংশ দখল করার লক্ষণ হলো তিনি দুশ্চিন্তায় ভুগছেন।

মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন, যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা পুতিনকে শুধু ভয়ই দেখাবে না।

 

Comments

The Daily Star  | English
rooppur-nuclear-power-plant

Rooppur payment: Govt to seek US sanction waiver

As much as $900 million has been on hold since 2022 in the central bank's escrow account, a third-party special deposit fund to hold the assets of a transaction temporarily.

16h ago