সবার চোখ আরিজোনা, নেভাডায়
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে কংগ্রেসের উচ্চকক্ষ সিনেট ও নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের ফলাফল এখনো চূড়ান্ত হয়নি। কংগ্রেসের নিয়ন্ত্রণ কোন দলের হাতে থাকবে তা এখনো অনিশ্চিত।
এমন পরিস্থিতিতে সবার চোখ আরিজোনা ও নেভাডা অঙ্গরাজ্যের সিনেট আসনের ফলাফলের দিকে।
আজ বৃহস্পতিবার মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এ তথ্য জানিয়েছে।
সংশ্লিষ্ট কর্মকর্তাদের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, আরিজোনার শুধু মারিকোপা কাউন্টিতেই এখন পর্যন্ত অন্তত ৪ লাখ ভোট গোনা বাকি।
সংবাদমাধ্যমটির প্রতিবেদন অনুসারে, ১০০ আসনের সিনেটে প্রেসিডেন্ট জো বাইডেনের ডেমোক্রেটিক পার্টি পেয়েছে ৪৮ আসন; বিপরীতে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রিপাবলিকান পার্টি পেয়েছে ৪৯ আসন।
সিনেটের নিয়ন্ত্রণ নিতে যেকোনো দলের অন্তত ৫১ আসন প্রয়োজন।
অন্যদিকে, ৪৩৫ আসনের প্রতিনিধি পরিষদে এখন পর্যন্ত প্রাথমিক গণনায় ক্ষমতাসীন ডেমোক্রেটরা পেয়েছেন ১৮৯ আসন ও বিরোধী রিপাবলিকানরা পেয়েছেন ২০৯ আসন।
প্রতিনিধি পরিষদে নিয়ন্ত্রণ পেতে যেকোনো দলকে অন্তত ২১৮ আসন পেতে হবে।
সেই হিসাবে, প্রতিনিধি পরিষদেও এখন পর্যন্ত বাইডেনের দল ট্রাম্পের দলের তুলনায় পিছিয়ে আছে।
Comments