রাশিয়া থেকে পোল্যান্ডে ক্ষেপণাস্ত্র হামলার ‘সম্ভাবনা কম’: বাইডেন

পোল্যান্ডে ক্ষেপণাস্ত্র হামলায় ২ জন নিহতের পরিপ্রেক্ষিতে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, এই হামলা রাশিয়া থেকে হওয়ার ‘সম্ভাবনা কম’।
জাপান সফরে আছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন
জো বাইডেন। ছবি: রয়টার্স ফাইল ফটো

পোল্যান্ডে ক্ষেপণাস্ত্র হামলায় ২ জন নিহতের পরিপ্রেক্ষিতে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, এই হামলা রাশিয়া থেকে হওয়ার 'সম্ভাবনা কম'।

আজ বুধবার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ তথ্য জানিয়েছে।

তিনি বলেন, 'প্রাথমিক তথ্যে' জানা গেছে যে, রাশিয়া থেকে পোল্যান্ডে ক্ষেপণাস্ত্র হামলা হওয়ার সম্ভাবনা কম।

তিনি আরও বলেন, 'এ বিষয়ে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত আমি কিছু বলতে চাই না। তবে, মনে হচ্ছে রাশিয়া থেকে এটি ছোড়ার সম্ভাবনা কম। আমরা বিষয়টা দেখবো।'

তদন্ত শেষে এ বিষয়ে পরবর্তী করণীয় কী হবে তা বিশ্ব নেতারা ঠিক করবেন বলে মন্তব্য করেন বাইডেন।

Comments