ক্যালিফোর্নিয়ায় আবারও বন্দুক হামলা, নিহত ৭

পুলিশের পার্কিং লটে আত্মসমর্পণ করতে আসার পর হামলাকারী চুনলি ঝাওকে গ্রেপ্তার করেন পুলিশের কর্মকর্তারা। ছবি: রয়টার্স
পুলিশের পার্কিং লটে আত্মসমর্পণ করতে আসার পর হামলাকারী চুনলি ঝাওকে গ্রেপ্তার করেন পুলিশের কর্মকর্তারা। ছবি: রয়টার্স

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের উত্তরাঞ্চলীয় শহর হাফ মুন বে তে বন্দুক হামলার ২টি আলাদা ঘটনায় মোট ৭ জন নিহত হন। হামলার জন্য দায়ী এক সন্দেহভাজন ব্যক্তিকে পুলিশ ইতোমধ্যে গ্রেপ্তার করেছে।

গতকাল সোমবার বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

শনিবার মন্টেরি পার্কে অপর এক হামলায় হামলাকারী সহ মোট ১১ ব্যক্তি নিহত হওয়ার প্রায় ২ দিনের মাথায় সোমবার সান ফ্রানসিস্কো থেকে প্রায় ৫০ কিমি দূরে অবস্থিত হাফ মুন বে শহরে হামলার ঘটনাগুলো ঘটে।

ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসম জানান, তিনি মন্টেরি পার্কের হামলায় আহতদের খোঁজখবর নেওয়ার জন্য হাসপাতাল পরিদর্শন করছিলেন। সে সময় তাকে প্রায় ৬১০ কিমি উত্তরে অবস্থিত হাফ মুন বের হামলার ঘটনা জানানো হলে তিনি ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হন।

নিউসম টুইট করে জানান, 'একের পর এক মর্মান্তিক ঘটনা (ঘটছে)'।

স্যান ম্যাটেও কাউন্টির শেরিফ ক্রিসটিনা করপাস জানান, গ্রেপ্তারকৃত সন্দেহভাজন ব্যক্তির নাম চুনলি ঝাও (৬৭)। ক্রিস্টিনা আরও জানান, ২টি খাম্বারে চুনলি হামলা চালান। এর একটিতে তিনি চাকরি করতেন। স্থানীয় গণমাধ্যমের দেওয়া তথ্য অনুযায়ী, অন্তত একটি অবস্থানে মাশরুমের খামার ছিল।

হামলার পর চুনলি গাড়ি চালিয়ে পুলিশের পার্কিং লটে আসার পর তাকে গ্রেপ্তার করা হয়। ধারণা করা হচ্ছে, তিনি আত্মসমর্পণের উদ্দেশ্যেই সেখানে এসেছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, ২ জন সাদা পোশাক ও ১ জন ইউনিফর্ম পরিহিত পুলিশ পিস্তল উঁচিয়ে হামলাকারীকে গ্রেপ্তার করেন। গাড়ি থেকে বের হয়ে আসার পর চুনলিকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দিয়ে তার তল্লাশি করেন পুলিশ কর্মকর্তারা। ইতোমধ্যে ভারী অস্ত্র নিয়ে অন্যান্য কর্মকর্তারা উপস্থিত হন।

ঘটনাস্থলে পাহারা দিচ্ছেন শেরিফের এক ডেপুটি। ছবি: এএফপি
ঘটনাস্থলে পাহারা দিচ্ছেন শেরিফের এক ডেপুটি। ছবি: এএফপি

স্যান ম্যাটেও কাউন্টির সুপারভাইজার রে মুয়েলার সাংবাদিকদের জানান, 'আজকের মর্মান্তিক ঘটনায় খামারের কর্মীরা প্রভাবিত হয়েছে। ঘটনাস্থলে শিশুরাও ছিল। এটা এই সম্প্রদায়ের জন্য একটি হৃদয়বিদারক ঘটনা'।

শেরিফ ক্রিসটিনা আরও জানান, আটক ব্যক্তি তদন্তকারীদের সহায়তা করছেন, তবে এখনও হামলার কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি।

তিনি জানান, হামলায় ব্যবহৃত সেমি-অটোমেটিক হ্যান্ডগানটি গাড়িতে পাওয়া গেছে।

হামলার সংবাদ পেয়ে শেরিফের ডেপুটিরা হাফ মুন বের প্রথম অবস্থানে উপস্থিত হলে ৪ ব্যক্তিকে মৃত ও অপর একজনকে আশংকাজনক অবস্থায় আবিষ্কার করেন। কাছাকাছি অবস্থিত আরেকটি খামারে আরও ৩ জনকে মৃত অবস্থায় খুঁজে পান তারা।

গান ভায়োলেন্স আর্কাইভের দেওয়া তথ্য অনুযায়ী, এ বছরের প্রথম ২১ দিনে যুক্তরাষ্ট্রে ৩৮টি বন্দুক হামলার ঘটনা ঘটেছে। এ ক্ষেত্রে অন্তত ৪ অথবা তার চেয়েও বেশি মানুষ (হামলাকারী ব্যতীত) গুলির আঘাত পেয়ে আহত বা নিহত হয়েছেন এরকম ঘটনাগুলো বিবেচনা করা হয়েছ।

 

Comments

The Daily Star  | English

New polls timing: BNP upbeat, process irks Jamaat, NCP

The interim government’s revised election timeline with certain conditions has stirred cautious optimism as well as raised questions among  political parties.

9h ago