নির্বাচনী প্রচারে ট্রাম্পের ওপর গুলি, বন্দুকধারী নিহত (ভিডিও)

স্থানীয় সময় শনিবার সন্ধ্যায় পেনসিলভানিয়ায় এক নির্বাচনী প্রচারণার সময় হামলার ঘটনা ঘটে।
নির্বাচনী প্রচারের সময় গুলির ঘটনার পর ডোনাল্ড ট্রাম্পকে নিরাপদে সরিয়ে সরিয়ে নেন নিরাপত্তারক্ষীরা। ছবি: রয়টার্স

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনী সমাবেশে হামলার ঘটনা ঘটেছে। রয়টার্স জানায়, সাবেক মার্কিন প্রেসিডেন্টের ডান কানে গুলি লেগেছে।

স্থানীয় সময় শনিবার সন্ধ্যায় পেনসিলভানিয়ায় এক নির্বাচনী প্রচারণার সময় হামলার ঘটনা ঘটে।

সমাবেশে অংশগ্রহণকারী একজন নিহত এবং দুই জন গুরুতর আহত হয়েছে বলে রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে।

সিক্রেট সার্ভিস এক বিবৃতিতে জানিয়েছে, হামলাকারী বন্দুকধারী নিহত হয়েছেন।

সিবিএস নিউজের রিপোর্টে বলা হয়েছে, কানে গুলি লাগার পর স্থানীয় একটি হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নেন ডোনাল্ড ট্রাম্প। তবে এর পর ট্রাম্প কোথায় যাচ্ছেন সেটি স্পষ্ট নয়। সমাবেশ শেষে আজ নিউ জার্সির বেডমিনস্টারে যাওয়ার কথা তার। সোমবার রিপাবলিকান ন্যাশনাল কনভেনশন শুরু করতে রোববার উইসকনসিনের মিলওয়াকিতে যাওয়ার কথা রয়েছে সাবেক এই প্রেসিডেন্টের।

পেনসিলভানিয়ার বাটলারে গুলির ঘটনার পর নিজের সোশ্যাল প্ল্যাটফর্মে ট্রাম্প বলেন, 'আমার ডান কানের উপরের অংশে একটি গুলি লেগেছে। প্রচুর রক্তক্ষরণ হয়েছে।'

ট্রাম্প 'ভালো আছেন' বলে জানিয়েছেন তার উপদেষ্টারা এবং আগামী সপ্তাহে মিলওয়াকিতে হতে যাওয়া রিপাবলিকান ন্যাশনাল কনভেনশনে যোগ দিতে অপেক্ষায় আছেন বলে এক বিবৃতিতে জানানো হয়েছে।

ট্রাম্পের ওপর হামলার ঘটনার নিন্দা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

একটি সূত্র রয়টার্সকে জানিয়েছে, ঘটনাটিকে হত্যাচেষ্টা হিসেবে তদন্ত করা হচ্ছে।

 

Comments