বিরোধ মেটাতে ইস্তাম্বুলে রুশ-মার্কিন কূটনৈতিক দলের বৈঠক

দূতাবাস সম্পর্কিত বিরোধ নিরসনে তুরস্কের শহর ইস্তাম্বুলে বৈঠক করেছেন যুক্তরাষ্ট্র ও রাশিয়ার কূটনীতিকরা।
আজ বৃহস্পতিবার বার্তা সংস্থা রয়টার্স জানায়, ওয়াশিংটন ও মস্কোর দ্বিপাক্ষিক সম্পর্ক পুনঃস্থাপনে এটি প্রথম পরীক্ষা হিসেবে দেখা হচ্ছে।
বৈঠকে ইউক্রেন যুদ্ধের সমাপ্তি নিয়ে আলোচনার কথা রয়েছে।
রাশিয়ার রাষ্ট্রীয় টেলিভিশনের বরাত দিয়ে রয়টার্স জানায়, এই বৈঠক পাঁচ থেকে ছয় ঘণ্টা স্থায়ী হতে পারে।
গত বছর ক্রেমলিনের পক্ষ থেকে বলা হয়েছিল, বাইডেন প্রশাসনের অধীনে রুশ-মার্কিন সম্পর্কের পারদ 'শূন্যের নিচে' নেমে এসেছে।
ইউক্রেনকে সামরিক সহায়তা ও অস্ত্র সরবরাহ করার পাশাপাশি যুদ্ধ শুরুর জন্য মস্কোর বিরুদ্ধে একের পর এক নিষেধাজ্ঞা আরোপ করেছিলেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।
তবে নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ওয়াশিংটনের নীতিতে আমূল পরিবর্তন এনেছেন। দায়িত্ব গ্রহণের এক মাসের মধ্যে মস্কোর সঙ্গে আলোচনা শুরু করেছেন। ইউক্রেন যুদ্ধ বন্ধের আলোচনাতেও তার বিরুদ্ধে মস্কোর পক্ষে অবস্থান নেওয়ার অভিযোগ উঠেছে।
গত ১২ ফেব্রুয়ারি ফোনে কথা বলেন ট্রাম্প ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এর ছয়দিন পর দুই দেশের উচ্চপর্যায়ের কূটনৈতিকরা সৌদি আরবের রাজধানী রিয়াদে বৈঠক করেন।
আজকের আলোচনা নিয়ে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, 'কেউই আশা করছে না (বিরোধের) সমাধান সহজে ও দ্রুত হবে। আমাদের সামনে যেসব সমস্যা আছে, সেগুলো বেশ জটিল এবং দীর্ঘদিন ধরে অবহেলিত।'
'তবে দুই দেশের রাজনৈতিক সদিচ্ছা এবং একে অপরকে শোনার ও বোঝার ইচ্ছা থাকলে আমরা এই প্রক্রিয়া সম্পন্ন করতে পারব,' যোগ করেন তিনি।
Comments