ইউক্রেনে রুশ হামলার প্রসঙ্গ এড়িয়ে গেলেন ট্রাম্প

ভিডিও থেকে নেওয়া

মার্কিন সামরিক সহায়তা বন্ধ হয়ে যাওয়ার কয়েক দিনের মধ্যে ইউক্রেনে আক্রমণের মাত্রা আবার বাড়িয়েছে রাশিয়া।

শুক্রবার সকালে ওভাল অফিসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে এ ব্যাপারে প্রশ্ন করেন গণমাধ্যমকর্মীরা।

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন কি ইউক্রেনে মার্কিন গোয়েন্দা ও সামরিক সহায়তা স্থগিত রাখার সুযোগ নিচ্ছেন—জবাবে ট্রাম্প বলেন, 'আমার মনে হয়, সে (পুতিন) যা করছে, অন্য যে কেউ তাই করবে। আমার মনে হয়, সে তাদের আরও বেশি আঘাত করছে। সে এটা শেষ করতে চায়।'

এর আগে ট্রাম্প রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা এবং শুল্ক আরোপের হুমকি দেন।

ইউক্রেনের জ্বালানিমন্ত্রী জার্মান গালুশচেঙ্কো বার্তা সংস্থা এএফপিকে জানান, শুক্রবার ভোরে দেশটির বিদ্যুৎ ও গ্যাস অবকাঠামোতে আবারও ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে মস্কো।

তিনি এক ফেসবুক পোস্টে উল্লেখ করেন, 'সাধারণ ইউক্রেনীয়দের ক্ষতি করতে চায় রাশিয়া। তারা বিদ্যুৎ ও গ্যাস উৎপাদন কেন্দ্রগুলোকে লক্ষ্যবস্তু করছে, যাতে আমাদের বিদ্যুৎ ও তাপের রাস্তা নষ্ট হয়ে যায় এবং সাধারণ নাগরিকরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হন।'

সকালে খারকিভে রুশ হামলায় পাঁচজন আহত হন, একজন নারীকে ধ্বংসস্তূপ থেকে জীবিত উদ্ধার করা হয়।

এর আগে বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের অসহযোগিতার শঙ্কা মাথায় নিয়ে ইউরোপীয় ইউনিয়নের নেতরা এক জরুরি শীর্ষ সম্মেলনে ইউরোপের প্রতিরক্ষা শক্তিশালী করার সিদ্ধান্ত নেয়।

একজন শীর্ষ ইউক্রেনীয় কর্মকর্তা জানিয়েছেন, মঙ্গলবার সৌদি আরবে যুক্তরাষ্ট্র ও ইউক্রেনের কর্মকর্তাদের মধ্যে একটি বৈঠক হওয়ার কথা রয়েছে।

এটি একটি 'গুরুত্বপূর্ণ বৈঠক' হবে বলে আশা প্রকাশ করেছেন জেলেনস্কি। এদিকে মার্কিন দূত স্টিভ উইটকফ জানান, বৈঠকের মস্কোর সঙ্গে কিয়েভের 'প্রাথমিক যুদ্ধবিরতি' এবং দীর্ঘ মেয়াদি একটি শান্তি চুক্তির কাঠামো নিয়ে আলোচনা হবে।

Comments

The Daily Star  | English

The life cycles of household brands

For many, these products are inseparable from personal memory

12h ago