ইলন মাস্কের সরকারি দায়িত্ব ছাড়ার গুঞ্জন, উড়িয়ে দিলো হোয়াইট হাউস

ইলন মাস্ক শিগগির যুক্তরাষ্ট্রের ফেডারেল সরকারের দায়িত্ব থেকে সরে যাচ্ছেন বলে ঘনিষ্ঠজনদের জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

মন্ত্রিসভার সদস্যদেরও ট্রাম্প জানিয়েছেন, টেসলার প্রতিষ্ঠাতা ডজ-এর প্রধান হিসেবে বিশেষ সরকারি কর্মচারীর পদ থেকে সরে দাঁড়াবেন। ডজ হলো অপচয়মূলক সরকারি ব্যয় কমানোর জন্য তৈরি একটি বিভাগ।

পলিটিকোর প্রতিবেদন অনুযায়ী, তারা দুজনই একমত হয়েছেন যে, মাস্কের এখন ব্যবসায় ফিরে যাওয়া উচিত।

এটা স্পষ্ট নয় যে, উইসকনসিন সুপ্রিম কোর্টের নির্বাচনে ভোটারদের প্রভাবিত করতে মাস্কের ব্যর্থতা; যেখানে তিনি রিপাবলিকান প্রার্থীকে ২১ মিলিয়ন ডলার দান করেছিলেন—তার প্রস্থানকে ত্বরান্বিত করবে কি না?

ট্রাম্পের মন্ত্রিসভার কিছু মন্ত্রী হতাশা প্রকাশ করে অভিযোগ করেছেন, মাস্ক ব্যক্তিগতভাবে তার সীমা লঙ্ঘন করেছেন।

হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লিভিট এই 'বিশেষ' খবরকে আবর্জনা বলেন মন্তব্য করেছেন।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্স পোস্টে তিনি উল্লেখ করেন, ইলন মাস্ক এবং প্রেসিডেন্ট ট্রাম্প উভয়ই প্রকাশ্যে বলেছেন যে, ডজে তার অবিশ্বাস্য কাজ শেষ হলে মাস্ক একজন বিশেষ সরকারি কর্মচারী হিসেবে সরকারি পরিষেবা থেকে প্রস্থান করবেন।

বিজনেস স্ট্যান্ডার্ড এক প্রতিবেদনে উল্লেখ করেছে, টেসলার সিইও ইলন মাস্ক সরকারি দক্ষতা বিভাগে (ডজ) তার ভূমিকা থেকে পদত্যাগ করার পরিকল্পনা ঘোষণা করেছেন।

ফক্স নিউজের একটি সাক্ষাৎকারে মাস্ক বলেছেন, মে মাসের শেষের দিকে তিনি সংস্থাটি ত্যাগ করতে পারেন।

তিনি ফক্স নিউজকে বলেন, 'আমার মনে হয়, আমরা এই সময়ের মধ্যে এক ট্রিলিয়ন ডলার ঘাটতি কমানোর জন্য প্রয়োজনীয় বেশিরভাগ কাজ সম্পন্ন করতে পারব।'

মাস্কের এই ঘোষণা এমন এক সময়ে এলো, যখন দেশব্যাপী টেসলা বিক্ষোভের মুখোমুখি হয়েছে এবং শেয়ারের দাম কমছে। বিক্ষোভকারীরা টেসলার শোরুমগুলোকে লক্ষ্যবস্তু করেছে, ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনে তার ভূমিকা এবং সরকারি ব্যয় কমানোর চেষ্টায় সম্পূর্ণ সংস্থা বন্ধ করে দেওয়ার বিষয়ে অসন্তোষ প্রকাশ করেছে।

এনবিসি নিউজ বুধবার এক প্রতিবেদনে জানিয়েছে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত সপ্তাহে মন্ত্রিসভার সদস্যদের ধারণা দিয়েছেন যে, ইলন মাস্ক আগামী কয়েক মাসের মধ্যে তার প্রশাসনিক পদ ত্যাগ করবেন।

Comments

The Daily Star  | English

Dengue cases see sharp rise in early July

Over 1,160 hospitalised in first 3 days, total cases cross 11,000

15h ago