বিক্ষোভে উত্তাল লস অ্যাঞ্জেলেসে ন্যাশনাল গার্ড মোতায়েন

ছবি: রয়টার্স

ট্রাম্পের কঠোর অভিবাসন নীতির অংশ হিসেবে পরিচালিত অভিযানের বিরুদ্ধে বিক্ষোভে উত্তাল লস অ্যাঞ্জেলেসে ন্যাশনাল গার্ড মোতায়েন করা হয়েছে। শত শত বিক্ষোভকারী টানা দুই দিন ধরে এই অভিযানের বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছিলেন।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, রোববার সকালে একটি ভিডিও ফুটেজে দেখা যায়, লস অ্যাঞ্জেলেসের একটি ফেডারেল ভবনের সামনে প্রায় এক ডজন ন্যাশনাল গার্ড সদস্য সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছেন। ওই ভবনেই শুক্রবারের অভিবাসন অভিযানে আটক ব্যক্তিদের রাখা হয়েছিল, যা থেকে শুরু হওয়া বিক্ষোভ শনিবারও চলে।

কমপ্লেক্সটি লস অ্যাঞ্জেলেস সিটি হলের কাছে, যেখানে রোববার বিকেলে অভিবাসনবিরোধী অভিযানের বিরুদ্ধে আরেকটি বিক্ষোভ কর্মসূচি হওয়ার কথা।

যুক্তরাষ্ট্রের নর্দার্ন কমান্ড নিশ্চিত করেছে যে ন্যাশনাল গার্ড সদস্যদের মোতায়েন শুরু হয়েছে এবং কিছু সদস্য ইতোমধ্যেই অবস্থান নিয়েছেন।

রোববার সকালে নিজের ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে ট্রাম্প বিক্ষোভকারীদের তীব্র সমালোচনা করেন। 

এদিকে ট্রাম্পের এই সিদ্ধান্তে ক্ষোভ জানিয়েছেন ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসম। 

এক ভিডিওতে দেখা গেছে, রোববার ফেডারেল ভবনটিতে অন্তত ছয়টি সামরিক ধাঁচের যান এবং দাঙ্গা নিয়ন্ত্রণের শিল্ড রয়েছে। ডিপার্টমেন্ট অফ হোমল্যান্ড সিকিউরিটি জানিয়েছে, শুক্রবার প্রায় এক হাজার দাঙ্গাকারী সেখানে বিক্ষোভ করেছে। তবে রয়টার্স তাদের এই তথ্য যাচাই করতে পারেনি।

প্রত্যক্ষদর্শীরা রয়টার্সকে জানিয়েছেন, শনিবার দক্ষিণ-পূর্ব লস অ্যাঞ্জেলেসের প্যারামাউন্ট এলাকায় কয়েকশ বিক্ষোভকারীর মুখোমুখি হয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, পরে শহরের কেন্দ্রস্থলেও প্রায় ১০০ বিক্ষোভকারীর সঙ্গে তাদের সংঘর্ষ হয়। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে ফেডারেল আইন প্রয়োগকারী সংস্থাকে গ্যাস ক্যানিস্টার ছুড়তে দেখা গেছে।

লস অ্যাঞ্জেলেস পুলিশ বিভাগ (এলএপিডি) শনিবার ডাউনটাউনের বিক্ষোভ থেকে সরে না যাওয়ার অভিযোগে ২৭ জনকে গ্রেপ্তার করেছে বলে জানিয়েছেন পুলিশের মুখপাত্র নর্মা আইসেনম্যান।

Comments

The Daily Star  | English
National election

Political parties must support the election drive

The election in February 2026 is among the most important challenges that we are going to face.

4h ago