দোদুল্যমান অঙ্গরাজ্য নর্থ ক্যারোলাইনায় জয়ী ট্রাম্প

নির্বাচনী প্রচারণায় সাবেক মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। ছবি: রয়টার্স
নির্বাচনী প্রচারণায় সাবেক মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। ছবি: রয়টার্স

মার্কিন নির্বাচনের ফলে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে সাত দোদুল্যমান অঙ্গরাজ্য। এ বিষয়টি ভোটের শুরু থেকেই বলে আসছেন বিশ্লেষকরা। এরকম এক অঙ্গরাজ্য  নর্থ ক্যারোলাইনায় বিজয়ী হয়েছেন ট্রাম্প। 

বিবিসি জানিয়েছে, ডোনাল্ড ট্রাম্প নর্থ ক্যারোলাইনার ১৬টি ইলেক্টোরাল কলেজ ভোট নিশ্চিত করেছেন।

বিশ্লেষকদের মতে, এটা ট্রাম্পের জন্য খুশির খবর এবং এতে তিনি ২৭০ ভোটের জাদুকরি সংখ্যার আরও কাছে চলে গেছেন।

তবে কমলার আশা এখনো ফুরিয়ে যায়নি। তিনি যদি উইসকনসিন, পেনসিলভেনিয়া ও মিশিগানের সবগুলো ইলেক্টোরাল ভোট পান, তাহলে তার ভোট ও ২৭০ ছাড়াতে পারে।

তবে নর্থ ক্যারোলাইনার ফল অপ্র্যতাশিত নয়। সরশেষ ২০০৮ সালে বারাক ওবামার পর এই অঙ্গরাজ্যে কোনো ডেমোক্র্যাট প্রার্থী জিততে পারেননি। ২০১৬ ও ২০২০ এ ট্রাম্প এই অঙ্গরাজ্যে জয়ী হন।

অ্যারিজোনা, জর্জিয়া, মিশিগান, নেভাদা, নর্থ ক্যারোলাইনা, পেনসিলভেনিয়া ও উইসকনসিন অঙ্গরাজ্যের ইলেক্টোরাল ভোটেই নির্ধারণ হবে কোন প্রার্থী প্রেসিডেন্ট হবেন।

এখন পর্যন্ত ডোনাল্ড ট্রাম্প ২৩০ ও কমলা হ্যারিস ১৯২টি ইলেক্টোরাল ভোট পেয়েছেন বলে জানিয়েছে এপি। 

২৭০ ভোট যিনি পাবেন, তিনিই হবেন যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট।

ইতোমধ্যে সাত দোদুল্যমান অঙ্গরাজ্য সহ বেশিরভাগ অঙ্গরাজ্যের ভোট সমাপ্ত হয়েছে। এখন চলছে গণনা।

বিশ্লেষকদের মতে, বেশিরভাগ গুরুত্বপূর্ণ অঙ্গরাজ্যে ট্রাম্পের তুলনায় পিছিয়ে আছেন কমলা।

 

Comments

The Daily Star  | English

Gopalganj curfew to remain in effect until 6am tomorrow

The announcement was made today by Gopalganj Deputy Commissioner (DC) Muhammad Kamruzzaman

1h ago