সবাই ছুটছেন মার-আ-লাগোয়

'মার-আ-লাগো'-তে আয়োজিত ট্রাম্পের নির্বাচনী ওয়াচ পার্টি। ছবি: ভিডিও থেকে নেওয়া

একদিকে মার্কিন নির্বাচনের ফলাফল আসতে শুরু করেছে, অপরদিকে রিপাবলিকান সমর্থকরা ফ্লোরিডার বিখ্যাত পাম বিচে ডোনাল্ড ট্রাম্পের প্রাসাদের মতো বাড়ি 'মার-আ-লাগো'-তে আয়োজিত নির্বাচনী ওয়াচ পার্টিতে জড়ো হচ্ছেন।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, সাবেক কংগ্রেসওম্যান তুলসি গ্যাবার্ডও সেই পার্টিতে যোগ দিয়েছেন।

সেখান থেকে তুলসি গ্যাবার্ড বিবিসির প্রতিবেদককে বলেন, 'সেখানে অনেক উত্তেজিত লোক আছে, যারা সতর্কতার সঙ্গে জয়ের ব্যাপারে আশাবাদী।'

মার-আ-লাগোতে ট্রাম্পের প্রচারণা শিবিরের প্রধান আর্থিক সমর্থক প্রযুক্তি উদ্যোক্তা ইলন মাস্কও যোগ দিয়েছেন বলে জানান তুলসি গ্যাবার্ড।

তিনি আরও বলেন, 'আমার ধারণা সবাই সবকিছু খুব কাছ থেকে দেখছে।'

এদিকে, হাউস স্পিকার মাইক জনসন লুইসিয়ানায় এক অনুষ্ঠানে সাংবাদিকদের জানান, তিনিও আজ রাতে ট্রাম্পের নির্বাচনী ওয়াচ পার্টিতে যোগ দিতে 'মার-আ-লাগো'-তে উড়ে যাওয়ার আশা করছেন।

সিএনএন এ তথ্য জানিয়েছে।

জনসন বলেন, 'আশা করছি কিছুক্ষণ পরেই মার-আ-লাগোতে যাব এবং রাষ্ট্রপতি ট্রাম্পের সঙ্গে থাকব।'

তিনি আরও বলেন, 'আমি খুব আশাবাদী যে, আমরা কেবল হাউসে বৃহত্তর সংখ্যাগরিষ্ঠতাই পাব না, আমরা সিনেট এবং হোয়াইট হাউসও পুনরুদ্ধার করব।'

Comments

The Daily Star  | English
political parties support election drive

Political parties must support the election drive

The election in February 2026 is among the most important challenges that we are going to face.

13h ago