পিএসজিকে রক্ষা করলেন দি মারিয়া

ঘরের মাঠে প্রায় হার দেখছিল প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি)। তবে শেষ মুহূর্তের গোলে তাদের উদ্ধার করে আর্জেন্টাইন তারকা আনহেল দি মারিয়া। ফলে ঘরোয়া লিগে দারুণ খেলা পিএসজি চ্যাম্পিয়ন্স লিগে সংগ্রাম অব্যাহত রয়েছে। ইতালিয়ান ক্লাব নাপোলির সঙ্গে ২-২ গোলে ড্র হয় ম্যাচটি।

গোল করার মতো প্রথম সুযোগটা পেয়েছিল পিএসজিই। এমবাপের পাস থেকে এডিসন কাভানির নেওয়া শট ঝাঁপিয়ে পরে ফিরিয়ে দেন নাপোলি গোলরক্ষক ডেভিড ওসপিনা। ২৩ মিনিটে বল ক্রসবারে লেগে ফিরে না আসলে পিএসজি পিছিয়ে পড়তে পারতো তখনই।  মারিও রুইয়ের ক্রস থেকে দারুণ ভলি করেছিলেন ড্রাইস মার্টিন। কিন্তু প্রতিহত হয় বারে লেগে।

২৯ মিনিটে এগিয়ে যায় নাপোলি। হোসে কালেয়নের ক্রস থেকে বল পেয়ে গোলরক্ষকের মাথার উপর দিয়ে চিপ করে লক্ষ্যভেদ করেন তিনি। নয় মিনিট পরই সমতায় ফিরতে পারতো পিএসজি। নেইমারের পাস থেকে ফাঁকায় বল পেয়েও গোলরক্ষক বরাবর শট নেন এমবাপে।

৫০ মিনিটে একক প্রচেষ্টায় দুই জনকে কাটিয়ে আরও তিন ডিফেন্ডারের মাঝ দিয়ে জোরালো এক শট নিয়েছিলেন নেইমার। কিন্তু দারুণ দক্ষতায় তা ফিরিয়ে দেন নাপোলি গোলরক্ষক। ফিরতি বল ফাঁকায় পেয়েও লক্ষে রাখতে পারেননি কাভানি। ৫১ মিনিটে আবারো দলকে রক্ষা করেন নাপোলি গোলরক্ষক।  মুনিয়েরের হেড লাফিয়ে উঠে ফিরিয়ে দেন তিনি।

তবে ৬০ মিনিটে পিএসজিকে আর আটকে রাখতে পারেননি ওসপিনা। মুনিয়েরের শট মারিও রুইয়ের পা লেগে জালে জড়ালে সমতায় ফেরে ফরাসী চ্যাম্পিয়নরা। ৭৭ মিনিটে স্বাগতিকদের আবার স্তব্ধ করে দেন মার্টিন্স। ফাবিয়ান রুইজের শট ঠিকভাবে বিপদমুক্ত করতে পারেননি পিএসজি ডিফেন্ডার। ফলে ডিবক্সে ফাঁকায় বল পেয়ে যান মার্টিন্স। আর সে বল থেকে গোল আদায় করে নিতে কোন ভুল করেননি এ বেলজিয়ান।

পিছিয়ে পরে গোল শোধ করতে মরিয়া হয়েই খেলতে থাকে পিএসজি। তবে গোল পাচ্ছিল না। কাঙ্ক্ষিত গোলটি শেষ মুহূর্তে। যোগ করা সময়ে শেষ দিকে জুলিয়ান ড্রাক্সলারের কাছ থেকে বল পেয়ে ডিবক্সের বাইরে থেকে কোণাকোণি বাঁকানো এক শটে জাল খুঁজে নেন দি মারিয়া। ফলে ২-২ গোলের সন্তুষ্টি নিয়েই মাঠ ছাড়ে ফরাসী চ্যাম্পিয়নরা।

‘সি’ গ্রুপে ৬ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে লিভারপুল। এক পয়েন্ট কম নিয়ে তাদের পরেই আছে নাপোলি। আর তৃতীয় স্থানে থাকা পিএসজির সংগ্রহ ৪ পয়েন্ট।  

Comments

The Daily Star  | English

Netanyahu says Israel close to meeting its goals in Iran

JD Vance says US at war with Iran's nuclear programme, not Iran

19h ago