মুমিনুলের সেঞ্চুরিতে চট্টগ্রামের বড় জয়

ফাইল ছবি

চট্টগ্রাম বিভাগের বোলারদের দাপটে খুব বড় লক্ষ্য দিতে পারেনি ঢাকা বিভাগ। তবে ২০২ রানের লক্ষ্যটা লড়াকুই ছিল বটে। কিন্তু সে লক্ষ্যকে মামুলী বানিয়ে ফেললেন চট্টগ্রাম অধিনায়ক মুমিনুল হক। ওয়ানডে স্টাইলে ব্যাট করে দারুণ এক সেঞ্চুরি তুলে নিয়েছেন। ফলে দলও পেয়েছে ৮ উইকেটের বড় জয়।

লক্ষ্য তাড়ায় আগের দিনই ২ উইকেটে ১১৩ রান করে রেখেছিল চট্টগ্রাম। শেষদিনেও বিনা বাঁধায় পার করে দেয় দলটি দলটি। আগের দিনের দুই অপরাজিত ব্যাটসম্যান জয় তুলে মাঠ ছেড়েছেন। প্রথম শ্রেণীর ম্যাচে ১৫তম সেঞ্চুরি তুলে ১১১ রানে অপরাজিত থাকেন মুমিনুল। ১১৫ বলে এ রান করতে খেলেছেন ১১টি চার ও ২টি ছক্কা।

দারুণ ব্যাট করেছেন তাসামুল হকও। ৮৯ রানের ইনিংস খেলেন তিনি। ১১০ বলে ১৩টি চার ও ১টি ছক্কায় এ রান করেন তিনি। ঢাকার পক্ষে ১টি করে উইকেট নিয়েছেন সালাউদ্দিন শাকিল ও শুভাগত হোম।

প্রথম ইনিংসে ২৮৮ রান করতে পারলেও দ্বিতীয় ইনিংসে ব্যাটিং বিপর্যয়ে পরে ঢাকা। চট্টগ্রামের বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে মাত্র ১৫১ রানে গুটিয়ে যায় তারা। ফলে ২০২ রানের বেশি লক্ষ্য দিতে পারেনি দলটি। চট্টগ্রাম বিভাগ তাদের প্রথম ইনিংসে ২৩৮ রান করেছিল।

সংক্ষিপ্ত স্কোর :

ঢাকা বিভাগ প্রথম ইনিংস : ৮৮ ওভারে ২৮৮।

দ্বিতীয় ইনিংস : ৪৭ ওভারে ১৫১।

চট্টগ্রাম বিভাগ প্রথম ইনিংস : ১০০.১ ওভারে ২৩৮।

দ্বিতীয় ইনিংস : ৪২.৪ ওভারে ২০৫/২ (সাদিকুর ১, পিনাক ১, মমিনুল ১১১*, তাসামুল ৮৯*; শাহাদাত ০/৩২, সালাউদ্দিন ১/১২, শুভাগত ১/৫৩, মোশারফ ০/৬৩, সাইফ ০/১৮, তাইবুর ০/১৫, মজিদ ০/১২)।

ফলাফল : চট্টগ্রাম বিভাগ ৮ উইকেটে জয়ী।

Comments

The Daily Star  | English

What's inside Trump's tariff letter to Yunus

The letter stated that Bangladeshi goods transshipped to evade the new tariff would be subject to higher duties.

1h ago