জাবালে নূরের মালিক, চালকসহ ৬ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন

Dia Khanam Mim and Rajib Uddin Rajib
শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের নিহত শিক্ষার্থী দিয়া খানম মিম (বামে) এবং আবদুল করিম ওরফে রাজীব। ছবি: সংগৃহীত

রাজধানীর বিমানবন্দর সড়কে গত ২৯ জুলাইয়ের দুর্ঘটনায় দুই কলেজ শিক্ষার্থী নিহতের ঘটনায় দায়ের করা মামলায় জাবালে নূর পরিবহনের দুই বাসের মালিক, চালক ও সহকারীসহ ছয়জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত।

আজ (২৫ অক্টোবর) ঢাকার মহানগর দায়রা জজ ইমরুল কায়েস এই অভিযোগপত্র পড়ে শোনান। বর্তমানে কারাগারে থাকা চার আসামী সেসময় নিজেদের নির্দোষ দাবি করে এ ঘটনায় ন্যায়বিচার চান।

এ মামলায় আগামী ১ নভেম্বরে থেকে সাক্ষ্যগ্রহণ শুরু করার আদেশ দিয়েছেন আদালত।

কারাগারে থাকা আসামিরা হলেন দুই চালক মাসুম বিল্লাহ ও জোবায়ের হোসেন সুমন এবং সহকারী এনায়েত হোসেন ও বাস মালিক শাহাদাত হোসেন।

গত ২২ অক্টোবর মামলার অপর দুই আসামি বাস মালিক মো. জাহাঙ্গীর আলম এবং সহকারী কাজী আসাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত। এর আগে, এই দুইজন পলাতক আছেন জানিয়ে আদালতে তদন্ত প্রতিবেদন জমা দেন ডিবি পুলিশের পরিদর্শক কাজী শরিফুল ইসলাম।

গত ২৯ জুলাই জাবালে নূরের দুই বাসের রেষারেষির কারণে প্রাণ হারায় শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের দুই শিক্ষার্থী আবদুল করিম ওরফে রাজীব (১৮) ও দিয়া খানম মিম (১৭)। এই দুজনকে চাপা দেওয়া বাসটির চালক ছিলেন মাসুম।

ঘটনার দিনই ক্যান্টনমেন্ট থানায় মামলা করেন নিহত মিমের বাবা জাহাঙ্গীর আলম।

আসামিদের মধ্যে চালক মাসুম বিল্লাহ ও মালিক শাহাদাত হোসেন আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

Comments

The Daily Star  | English

Election possible a week before Ramadan next year: Yunus tells Tarique

He said it will be possible if preparations completed, sufficient progress made in reforms and judicial matters

1h ago