ফজলে রাব্বিকে আরেকটা সুযোগ দিতে চান মাশরাফি তবে...

Fazle Mahmud Rabbi
ছবি: বিসিবি

ক্যারিয়ারের প্রথম দুই ম্যাচে শূন্য রানে আউট হয়েছেন। এমন বিব্রতকর রেকর্ড আছে বাংলাদেশের আর কেবল তিনজনের। ত্রিশোর্ধ্ব ফজলে মাহমুদ রাব্বির ক্যারিয়ারই হয়ত অনেকে শেষ দেখে ফেলেছেন। অধিনায়ক মাশরাফি মর্তুজা এই ‘দুর্ভাগা’ ক্রিকেটারকে আরেকটি সুযোগ দিতে দ্বিধা করতে চান না। কিন্তু তাকে চিন্তা করতে হচ্ছে অন্যদের সুযোগ পাওয়ার ব্যাপারও।

ঘরোয়া ক্রিকেটে ১৫ বছর কাটিয়ে দেওয়ার পর এবার জিম্বাবুয়ে সিরিজে ওয়ানডে দলে ডাক পান ফজলে রাব্বি। মিরপুরে প্রথম ম্যাচে ৪ বল খেলে টেন্ডাই চাতারার লাফিয়ে উঠা বলে আউট হয়েছিলে’। চট্টগ্রামে দ্বিতীয় ম্যাচেও নির্দ্বিধায় তাকে নামায় টিম ম্যানেজমেন্ট। এবার বোধহয় তার স্নায়ুচাপ বেড়েছে আরও। খেলতে পেরেছেন ৫ বল। এবারও রাতের খাতা খোলার আগে সিকান্দার রাজার বলে ফিরেছেন স্টাম্পিং হয়ে।

দুই ম্যাচে ৯ বল খেলে কোন রান নেই। এমন ব্যাটসম্যানের তিন নম্বর ম্যাচে বাদ পড়াটাই স্বাভাবিক। আবার সিরিজ জেতা হয়ে যাওয়ায় আরেকটু ঝুঁকি নেওয়ার অবস্থাও দলের আছে।

শেষ ওয়ানডের আগে ফজলে রাব্বিকে নিয়ে বেশ সহানুভূতিই ঝরল অধিনায়কের কণ্ঠে, 'আপনি যদি আমাকে দল নির্বাচন করতে বলেন তাহলে ওকে আরেকটি সুযোগ দিতে আমি দ্বিধা করবো না। সত্যি কথা বলতে আমার কাছে মনে হয় সে অনেক বেশি দুর্ভাগ্যবান।’

পরের লাইনে মাশরাফি ইঙ্গিত করেছেন কয়েনের অন্যপ্রান্তের ছবি, ‘আর দ্বিতীয় কথা হল একই সময়ে ধরেন শান্তও (নাজমুল হোসেন) বসে আছে। সেক্ষেত্রে আমাদের সকলেরই চাওয়া থাকবে যে শান্তই খেলুক। এখানেও একটি পয়েন্ট আছে। এখানে আসলে একা বলে কিছু হবে না। সবার সাথে আলোচনার ব্যাপার আছে।’

একাদশ নির্বাচনে বড় ভূমিকা থাকে অধিনায়কেরই। তবে অধিনায়ক নিজে গুরুত্ব দেন কোচ, নির্বাচকদের কথাও, ‘আমি যেটি বলবো সেটিই যে হবে তাও না। তবে রাব্বি আরেকটি সুযোগ পেলে আমি কিছু মনে করবো না, আমার সমস্যা নেই। আর আমি বিশ্বাস করি ব্যাকআপ করলে এভাবেই করা উচিৎ। একজন খেলোয়াড়কে নিলে তাঁকে সেভাবেই ব্যাকআপ করা উচিৎ।’

‘আমার ক্ষেত্রেও এটি হতে পারত। খেলোয়াড়ের সব দিক নিয়ে যদি আমি চিন্তা করি তাহলে আমার কাছে মনে হয় ভালভাবে ব্যাকআপ করা সম্ভব। সে কিন্তু নিজেকে প্রমাণ করেই এই পর্যন্ত এসেছে। হুট করে দুটি ম্যাচে আউট হয়ে গিয়েছে। ’

Comments

The Daily Star  | English
tax collection target for IMF loan

IMF projects 5.4% growth for Bangladesh economy in FY26

The latest forecast is close to the government’s projection of 5.5 percent growth for FY26.

51m ago