নাটকীয় শেষ দিনে রাজশাহীকে জেতালেন ফরহাদ রেজা

farhad Reza

ম্যাচটি এগিয়ে যাচ্ছিল নিশ্চিত ড্রয়ের দিকেই। তিন দিনেও যে দুদলের একটি করে ইনিংস শেষ হয়নি। এমন ম্যাচে ফল আশা করাই ছিল বাড়াবাড়ি। অথচ শেষ দিনে দেখা মিলল নাটকীয়তার। ফরহাদ রেজা, শফিউল ইসলাম ও মুক্তার আলির তোপে খুলনাকে দারুণ ধসিয়ে জয় তুলে নিয়েছে রাজশাহী।

খুলনায় জাতীয় লিগের চতুর্থ রাউন্ডের ম্যাচ রাজশাহী জিতেছে ৮ উইকেটে। খুলনার দেওয়া ৩৭ রানের লক্ষ্য ছুঁতে লেগেছে মাত্র ২৮ বল।

আগের দিনের ৪১৮ রান নিয়ে নেমে এদিন আরও ১৩ রান যোগ করে শেষ হয় রাজশাহীর ইনিংস। ১২৪ রানে পিছিয়ে দ্বিতীয় ইনিংস শুরু করেই বিপদে পড়ে খুলনা। জিম্বাবুয়ের বিপক্ষে শেষ ওয়ানডের দলে জায়গা পাওয়ায় ম্যাচের মাঝখানেই চলে যান ইনফর্ম সৌম্য সরকার। তার অভাব ভালোই টের পেয়েছে স্বাগতিকরা। ছন্দে থাকা তুষার ইমরানও এদিন ছিল ম্রিয়মান। রান পাননি এনামুল হক বিজয়, নুরুল হাসানরা।

ফলে মাত্র ১৫৮ রানে শেষ হয় খুলনার ইনিংস। খুলনাকে ধসিয়ে দিতে ২৬ রানে ৪ উইকেট নেন ফরহাদ রেজা।  মামুলি লক্ষ্যে সাব্বির রহমান ও মিজানুর রহমানকে হারিয়ে জয় নিশ্চিত করে রাজশাহী।

সংক্ষিপ্ত স্কোর:

খুলনা ১ম ইনিংস: ৩০৭

রাজশাহী ১ম ইনিংস: (তৃতীয় দিন শেষে ৪১৮/৯) ১৫৫.৩ ওভারে ৪৩১  (শফিউল ১৩*, সাকলাইন ৮; আল আমিন ২/৭৭, রবিউল ০/৫৬, মইনুল ২/৬৩, সৌম্য ২/৫৬, আফিফ ১/৪৭, নাহিদুল ০/৬০, মেহেদি ১/৩০, জিয়াউর ১/২৪, তুষার ০/৬)।

খুলনা ২য় ইনিংস: ৬১ ওভারে ১৫৮ (রবি ২৪, এনামুল ৭, মেহেদি ১৯, নুরুল ২২, তুষার ১৯, জিয়া ১, আফিফ ২, নাহিদুল ৩০*, মইনুল ২৩, রবিউল ০, আল আমিন ১; শফিউল ৩/৫৯, সাকলাইন ০/৩, সানজামুল ০/২৩, রেজা ৪/২৬, ফরহাদ ০/১৬, মুক্তার ৩/১৩, সাব্বির ০/১০)

রাজশাহী ২য় ইনিংস: (লক্ষ্য ৩৭) ৪.৪ ওভারে ৩৭/২ (মাইশুকুর ৭*, মিজানুর ৭, সাব্বির ৬, জহুরুল ১৫*; আল আমিন ২/১৭, জিয়া ০/২০)

ফল: রাজশাহী ৮ উইকেটে জয়ী

ম্যান অব দা ম্যাচ: ফরহাদ রেজা

Comments

The Daily Star  | English

Wrap up polls preparations by December

Chief Adviser Prof Muhammad Yunus yesterday ordered the authorities concerned to complete, by December, the preparations for the upcoming national election.

5h ago