বিপিএল ২০১৯: রংপুর রাইডার্সে ভিলিয়ার্স, হেলস

AB de Villiers
ছবি: এএফপি

বিপিএলের আসছে মৌসুমে রংপুর রাইডার্সের হয়ে খেলার জন্য চুক্তিবদ্ধ হয়েছেন দক্ষিণ আফ্রিকার ইতিহাসের অন্যতম সেরা ব্যাটসম্যান এবিডি ভিলিয়ার্স। রংপুর রাইডার্সের সূত্রে জানা গেছে, শুরুর তিন ম্যাচের পরই দলে যোগ দেবেন এই আগ্রাসী ব্যাটসম্যান।

ড্রাফটের আগে দুই বিদেশী কোটা পূরণের সুযোগ পেয়ে ভিলিয়ার্স ছাড়াও ইংল্যান্ডের অ্যালেক্স হেলসকে নিশ্চিত করেছে রাইডার্স। মাশরাফি মর্তুজার নেতৃত্বে এবারও দলটির সঙ্গে আছেন গেল আসর মাতানো ক্রিস গেইল।

উল্লেখযোগ্য বিদেশীদের মধ্যে ডেভিড ওয়ার্নারকে দলে ভিড়িয়েছেন সিলেট সিক্সার্স। দলটির অন্য বিদেশি নেপালের লেগ স্পিনার স্বন্দীপ লামিছানে।

২৮ অক্টোবর বুধবার ঢাকার একটি পাঁচ তারকা হোটেলে অনুষ্ঠিত হবে বিপিএলের ড্রাফট। তার আগে কোন দলের অবস্থা কেমন তা দেখে নেওয়া যাক:

রংপুর রাইডার্স: মাশরাফি মর্তুজা, ক্রিস গেইল, নাজমুল ইসলাম অপু, মোহাম্মদ মিঠুন, এবিডি ভিলিয়ার্স, অ্যালেক্স হেলস।

ঢাকা ডায়নামাইটস: সাকিব আল হাসান, সুনিল নারিন, রোবম্যান পাওয়েল, কাইরন পোলার্ড, আন্দ্রে রাসেল, হাজরাতুল্লাহ জাজাই।

সিলেট সিক্সার্স: নাসির হোসেন, সাব্বির রহমান, লিটন কুমার দাস, সোহেল তানবীর, স্বন্দীপ লামিছানে,

খুলনা টাইটান্স: মাহমুদউল্লাহ রিয়াদ, আরিফুল হক, নাজমুল হোসেন শান্ত, কার্লোস ব্র্যাথওয়েট, ডেভিড মালান, আলি খান।

কুমিল্লা ভিক্টোরিয়ান্স: তামিম ইকবাল, ইমরুল কায়েস, মোহাম্মদ সাইফুদ্দিন, শোয়েব মালিক, অ্যাশলে গুনারত্নে, লিয়াম ডসন।

রাজশাহী কিংস: মুমিনুল হক, মেহেদী হাসান মিরাজ, মোস্তাফিজুর রহমান, জাকির হাসান, কায়েস আহমেদ, ক্রিশ্চিয়ান জঙ্কার।

চিটাগাং ভাইকিংস:  সিকান্দার রাজা, লুক রঙ্কি, নাজিবুল্লাহ জাদরান, সানজামুল ইসলাম, মোহাম্মদ শেহজাদ, রুবি ফ্র্যাঙ্কলিন।

Comments

The Daily Star  | English

Reforms, justice must come before election: Nahid

He also said, "This generation promises a new democratic constitution for Bangladesh."

7h ago