উইন্ডিজে ম্লান কোহলির হ্যাটট্রিক সেঞ্চুরি

India-West Indies
ছবি: এএফপি

ভারতের এত এত নামকরা সব ব্যাটসম্যান। তবে অবিশ্বাস্য হলেও সত্য এতদিন কারো ছিল না হ্যাটট্রিক সেঞ্চুরি। রানের নেশায় মেতে উঠা বিরাট কোহলি প্রথম ভারতীয় হিসেবে করে ফেললেন তা। তবে ম্যাচ শেষে তাকে ফিরতে হয়েছে ম্লান মুখে। শেষ পর্যন্ত দলই যে জেতেনি।

কোহলির রেকর্ডময় দিনে ওয়েস্ট ইন্ডিজ জিতেছে ৪৩ রানে। আগের ম্যাচে নাটকীয় টাই করা ক্যারিবিয়ানরা এদিন আগে ব্যাট করে জড়ো করেছিল ২৮৩ রান। রান তাড়ায় এমনিতে দুর্দান্ত ভারত এদিন খেলেছেন এক ব্যাটসম্যান কম নিয়ে। কোহলির সেঞ্চুরির পরও তাই তারা গুটিয়ে যায় ২৪০ রানে।

শনিবার পুনেতে এমন জয়ে সফরকারীদের একক কেউ নায়ক নন। অবদান আছেন অনেকেরই। ছন্দে থাকা শাই হোপ থামেন সেঞ্চুরি থেকে ৫ রান আগে। আরেকটি ঝড়ের ইঙ্গিত দেওয়া শিমরন হেটমায়ারের ব্যাট থেকে আসে ২১ বলে ৩৭ রানের ইনিংস। অধিনায়ক হোল্ডার করেন ৩২ রান।

বল হাতে মূল কাজটা করেছেন মারল্যান স্যামুয়েলস। কোহলির উইকেটসহ মাত্র ১২ রানে নেন ৩ উইকেট। আরেক স্পিনার অ্যাশলে নার্স পেয়েছেন ৪৩ রানে দুটি।

সংক্ষিপ্ত স্কোর:

ওয়েস্ট ইন্ডিজ: ৫০ ওভারে ২৮৩/৯ (কাইরান পাওয়েল ২১, হেমরাজ ১৫, হোপ ৯৫, স্যামুয়েলস ৯, হেটমায়ার ৩৭, রভম্যান পাওয়েল ৪, হোল্ডার ৩২, অ্যালেন ৫, নার্স ৪০, রোচ ১৫*, ম্যাককয় ০*; ভুবনেশ্বর ১/৭০, বুমরাহ ৪/৩৫, খলিল ১/৬৫, চেহেল ১/৫৬, কুলদীপ ২/৫২)।

ভারত: ৪৭.৪ ওভারে ২৪০ (রোহিত ৮, শিখর ৩৫, কোহলি ১০৭, রায়ডু ২২, পান্ত ২৪, ধোনি ৭, ভুবনেশ্বর ১০, কুলদীপ ১৫*, চেহেল ৩, খলিল ৩, বুমরাহ ০; রোচ ১/৪৮, হোল্ডার ২/৪৬, ম্যাককয় ২/৩৮, নার্স ২/৪৩, অ্যালেন ০/৫২, স্যামুয়েলস ৩/১২)।

ফল: ওয়েস্ট ইন্ডিজ ৪৩ রানে জয়ী

সিরিজ: ৫ ম্যাচ সিরিজে ১-১ সমতা

ম্যান অব দা ম্যাচ: অ্যাশলি নার্স

 

Comments

The Daily Star  | English

Wrap up polls preparations by December

Chief Adviser Prof Muhammad Yunus yesterday ordered the authorities concerned to complete, by December, the preparations for the upcoming national election.

5h ago