সৌম্য এবার রাজশাহীর

Soumya Sarker
ফাইল ছবি: ফিরোজ আহমেদ

বিপিএলের গেল আসরে চিটাগাং ভাইকিংসের আইকন প্লেয়ার হয়ে খুব একটা আলো ছড়াতে পারেননি সৌম্য সরকার। এই সময়ে আন্তর্জাতিক ক্রিকেটেও রান খরা চলছিল তার। আইকন থেকে নেমে গিয়েছিলেন ‘এ’ ক্যাটাগরিতে। তবে ছন্দে ফেরা এই ব্যাটসম্যানের কদর ঠিকই আছে আগের মতো। এবার প্রথম সুযোগেই তাকে দলে নিয়েছে রাজশাহী কিংস।

কয়েকদিন থেকেই ঘরোয়া ক্রিকেটে ফর্মে আছেন সৌম্য। জিম্বাবুয়ের বিপক্ষে শেষ ওয়ানডেতে সুযোগ পেয়ে করেন দারুণ এক সেঞ্চুরি। এই সেঞ্চুরির পরই তাকে যে সব দলই পেতে চাইবে তা অনুমিত ছিল।

ড্রাফটের আগেই মুশফিকুর রহিমকে চিটাগাং ভাইকিং দলে নেওয়ায় দেশি ক্রিকেটারদের মধ্যে সবার আগে নাম ছিল সৌম্যের। কিন্তু প্রথম ডাকের সুযোগ পেয়ে খুলনা টাইটান্স দলে নেয় জহুরুল ইসলামকে। এরপরেই সুযোগ আসে রাজশাহীর। তারা দলে নেয় সৌম্যকে। এবার ‘এ’ ক্যাটাগরিতে থাকা সৌম্যের মূল্য ধরা হয়েছে ২৫ লাখ টাকা।

রাজশাহী কিংসে সৌম্য পাচ্ছেন মেহেদী হাসান মিরাজ, মোস্তাফিজুর রহমানদের।

রাজশাহী কিংস:

ড্রাফটের আগে:

মুমিনুল হক, মেহেদী হাসান মিরাজ, মোস্তাফিজুর রহমান, জাকির হাসান, কায়েস আহমেদ, ক্রিশ্চিয়ান জঙ্কার।

ড্রাফট থেকে

দেশি: সৌম্য সরকার, ফজলে মাহমুদ রাব্বি, আরাফাত সানি, আলাউদ্দিন বাবু, মার্শাল আইয়ুব ও কামরুল ইসলাম রাব্বি,

বিদেশি: ইশুরু উদানা, লরি ইভান্স, রায়ান টেন ডেসকাটে, সেকুগে প্রসন্ন ও মোহাম্মদ সামি।

 

Comments

The Daily Star  | English

Four top NBR officials sent into retirement

The four reportedly supported the recent protest by the NBR officials

1h ago